কলকাতা শহরতলি রেল স্টেশন | |||||||||||
অবস্থান | ২ নং জাতীয় সড়ক, তারকেশ্বর, হুগলী জেলা, পশ্চিমবঙ্গ ভারত | ||||||||||
স্থানাঙ্ক | ২২°৫২′৫৭″ উত্তর ৮৮°০০′৫১″ পূর্ব / ২২.৮৮২৪০৩° উত্তর ৮৮.০১৪২১৩° পূর্ব | ||||||||||
উচ্চতা | ১৩ মিটার (৪৩ ফু) | ||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেলওয়ে | ||||||||||
পরিচালিত | পূর্ব রেলওয়ে | ||||||||||
লাইন | হাওড়া বর্ধমান মেইন লাইন শেওড়াফুলি বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইন | ||||||||||
প্ল্যাটফর্ম | ৪ | ||||||||||
রেলপথ | ৬ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | আদর্শ (ভূপৃষ্ঠ স্টেশন) | ||||||||||
পার্কিং | হ্যাঁ | ||||||||||
সাইকেলের সুবিধা | হ্যাঁ | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | চালু | ||||||||||
স্টেশন কোড | TAK | ||||||||||
বিভাগ | হাওড়া | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ১৮৮৫ | ||||||||||
বৈদ্যুতীকরণ | ১৯৫৭-৫৮ | ||||||||||
আগের নাম | তারকেশ্বর রেলওয়ে কোম্পানি | ||||||||||
যাতায়াত | |||||||||||
যাত্রীসমূহ | ব্যস্ত | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
তারকেশ্বর রেলওয়ে স্টেশন হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত কলকাতা শহরতলি রেলের একটি স্টেশন। এটি শেওড়াফুলি-তারকেশ্বর শাখার মধ্যে অবস্থিত। এই রেলওয়ে স্টেশন তারকেশ্বর ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির মধ্যে রেলযোগাযোগ পরিচালনা করে।
১৮৮৫ সালের ১ জানুয়ারি তারকেশ্বর রেলওয়ে কোম্পানি, শেওড়াফুলি-বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইন নামক ব্রডগেজ রেলপথটির সূচনা করে এবং এটি তখন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি পরিচালনা করত। [১][২]
১৯৫৭ থেকে ১৯৫৮ সালের মধ্যে হাওড়া শেওড়াফুলি তারকেশ্বর লাইনটির বৈদ্যুতীকরণ করা হয়।[৩]
[৪] বর্তমানে অমৃত ভারত প্রকল্পের কাজ চলার জন্য বেশকিছু সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। তবে স্টেশনে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে।