তারাবাই মোদক | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৩১ আগস্ট ১৯৭৩ | (বয়স ৮১)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | সমাজকর্মী |
পরিচিতির কারণ | প্রাক-প্রাথমিক শিক্ষা (balwadis) |
পুরস্কার | পদ্মভূষণ (১৯৬২) |
তারাবাই মোদক (১৯ এপ্রিল [১] ১৮৯২- ৩১ আগস্ট ১৯৭৩) ভারতের মহারাষ্ট্রের একজন সমাজকর্মী ও শিক্ষাবিদ। তিনি ১৮৯২ সালের ১৯শে এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং ১৯১৪ সালে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি অমরাবতীর একজন আইনজীবী মাননীয় শ্রী মোদকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তীকালে ১৯২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তারাবাই রাজকোটের একটি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করতেন। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের সমাজকর্মী। তিনি মহারাষ্ট্রের প্রাক প্রাথমিক শিক্ষার প্রসারের জন্যে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। মহারাষ্ট্রের থানে জেলার একটি উপকূলীয় গ্রামে বোর্দিতে তিনি নূতন বাল শিক্ষা সংঘ নামে প্রথম বলওয়াড়ি বা প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। [২] [৩] প্রাক-প্রাথমিক শিক্ষায় তার অবদানের জন্য তিনি ১৯৬২ সালে পদ্মভূষণ সম্মাননায় ভূষিত হন। [৪] তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]
তার জীবনের উপর ভিত্তি করে রত্নাকর মটকারি একটি নাটক, ঘর তিঘাঞ্চা হাওয়া, প্রযোজনা করেছিলেন । [৫]