ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | [১] | ২৪ অক্টোবর ১৯৮৮||
জন্ম স্থান | দাকাহলিয়া, মিশর | ||
উচ্চতা | ১.৬৯ মিটার (৫ ফুট ৬+১⁄২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল ইত্তিহাদ | ||
জার্সি নম্বর | ৩ | ||
যুব পর্যায় | |||
তালা'ইয়া আল গাইশ | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১০ | তালা'ইয়া আল গাইশ | ২ | (০) |
২০১০–২০১৪ | সুমুহা | ৭৫ | (০) |
২০১৪–২০২২ | জামালেক | ২০৪ | (৫) |
২০২২– | আল ইত্তিহাদ | ১৮ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৩– | মিশর | ৪৯ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:০৩, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:০৩, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
তারিক হামিদ (আরবি: طارق حامد, ইংরেজি: Tarek Hamed; জন্ম: ২৪ অক্টোবর ১৯৮৮) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।[১] তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল ইত্তিহাদ এবং মিশর জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩] তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
তারিক ২০১৩ সালে মিশরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মিশরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
তারিক হামিদ ১৯৮৮ সালের ২৪শে অক্টোবর তারিখে মিশরের দাকাহলিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০১৮ সালের ৩০শে মে তারিখে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত মিশরের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[৪]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
মিশর | ২০১৩ | ১ | ০ |
২০১৪ | ১ | ০ | |
২০১৫ | ২ | ০ | |
২০১৬ | ৪ | ০ | |
২০১৭ | ১২ | ০ | |
২০১৮ | ১১ | ০ | |
২০১৯ | ১০ | ০ | |
২০২০ | ২ | ০ | |
২০২১ | ৬ | ০ | |
সর্বমোট | ৪৯ | ০ |