লেখক | খতিব বাগদাদী |
---|---|
দেশ | ইরাক |
ভাষা | আরবি |
ধরন | ইসলামের ইতিহাস |
প্রকাশিত | দারুল গুরব আল ইসলামি |
আইএসবিএন | ৯৭৮২৭৪৫১০৪৬৬৩ |
তারিখে বাগদাদ (আরবি: تاريخ بغداد) বা বাগদাদের ইতিহাস হল বিখ্যাত আরব মুসলিম ইতিহাসবিদ ইমাম আহমদ বিন আল খতিব আল বাগদাদির লেখা একটি গ্রন্থ।[১] গ্রন্থটি কলেবরের দিক দিয়ে সমকালীন এবং পরবর্তী ঐতিহাসিক গ্রন্থগুলির তুলনায় অনেক দীর্ঘ এবং পরবর্তীতে অনেক ঐতিহাসিক বইটির অনুরূপ বই লিখেছেন।[২][৩]