তারিনকোট Tarin Kot تیرینکوت | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে জেলাটির অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩২°৪০′৪৮″ উত্তর ৬৫°৫৫′১২″ পূর্ব / ৩২.৬৮০০০° উত্তর ৬৫.৯২০০০° পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | ওরুজগন প্রদেশ |
তরিনকোট জেলা, এছাড়াও তারিন কোউট হিসাবে বানান করা হয়েছে[২], আফগানিস্তানের ওরুজগন প্রদেশের একটি অন্যতম জেলা।[১] জেলা এবং প্রদেশের রাজধানী তারিনকোট শহর নামে পরিচিত।
তরিনকোট জেলার দুটি পশতুন উপজাতি প্রতিনিধিত্ব করে থাকে। এছাড়াও অন্যান্য উপজাতিদের মধ্যে রয়েছে তারিন উপজাতির: পপলজাই, বারাকজাই, আচাজাই; এবং গিলজাই উপজাতির: তোখী, হাতাক, সুলেইমান-খেলা।
![]() |
আফগানিস্তানের, ওরুজগন প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |