তারিয়াত জেলা Тариат сум ᠲᠠᠷᠢᠶ᠋ᠠᠲᠤᠰᠤᠮᠤ | |
---|---|
জেলা | |
আরখানগাই প্রদেশের মধ্যে তারিয়াতের অবস্থান | |
স্থানাঙ্ক: ৪৮°০৯′১৯″ উত্তর ৯৯°৫৩′২৯″ পূর্ব / ৪৮.১৫৫২° উত্তর ৯৯.৮৯১৪° পূর্ব | |
দেশ | মঙ্গোলিয়া |
প্রদেশ | আরখানগাই প্রদেশ |
আয়তন | |
• মোট | ৪,৫৬৭ বর্গকিমি (১,৭৬৩ বর্গমাইল) |
সময় অঞ্চল | সর্বজনীন সমন্বিত সময় (ইউটিসি+৮) |
তারিয়াত (মঙ্গোলীয়: Тариат) হচ্ছে মঙ্গোলিয়ার আরখানগাই প্রদেশের একটি জেলা।[১] ২০১১ সালের তথ্যমতে তারিয়াতে সর্বমোট ১৪৬০ টি পরিবারের ৫০১৮ জন মানুষ বসবাস করেন।[২]
তারিয়াত আরখানগাই প্রদেশের রাজধানী সেসের্লেগ থেকে ১৯৫ কিলোমিটার (১২১ মা) উত্তর-পশ্চিমে অবস্থিত। এর পশ্চিম দিকে খর্গো-তেরখীন সাগান জাতীয় উদ্যান অবস্থিত, যেখানে খর্গো আগ্নেয়গিরি অবস্থিত।[৩][৪]
জেলার মধ্য দিয়ে চুলূত নদী বয়ে গেছে। ১৯৭৭ সালে সোভিয়েত ভু-তাত্ত্বিক কাভেল নদীর মধ্যে পাথরের চিহ্ন আবিষ্কার করেন।[৫]