পশ্চিম, মধ্য, দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকার সাম্রাজ্যিক, রাজকীয় ও অভিজাত পদমর্যাদা |
---|
একটি ধারাবাহিকের অংশ |
|
তালুকদার (ফার্সি: تعلق دار) আরবি এবং ফার্সি শব্দদ্বয়ের মিশ্রণ (تعلق “তালুক” আরবি আর دار “দার” ফার্সি)। ফার্সি ভাষায় শব্দটির অর্থ তালুকের কর্তা।[১] সুলতানি, মোঘল এবং ব্রিটিশ আমলে তালুকের ভূস্বামীদের তালুকদার বলা হতো। তালুকদার বাংলাদেশ, ভারতে মুসলিম এবং হিন্দুদের পদবি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।