এই নিবন্ধটি ২০১২ সালের বাংলা ভাষার কাল্পনিক চলচ্চিত্র সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত বাংলা নাটকের জন্য
তাসের দেশ (নাটক) দেখুন।
তাসের দেশ The Land of Cards |
---|
চলচ্চিত্রের পোস্টার |
পরিচালক | কৌশিক মুখোপাধ্যায়, 'কিউ' (Q) নামে পরিচিত |
---|
প্রযোজক | এনএফডিসি (ভারত) / ওভারডোজ আর্ট প্রাইভেট লিমিটেড / ড্রিম ডিজিটাল ইনকর্পোরেশন / অনুরাগ কাশ্যপ ফিল্মস / এন্টার চিয়েন এট লুপ |
---|
রচয়িতা | কিউ / সুরজিৎ সেন |
---|
চিত্রনাট্যকার | কিউ / সুরজিৎ সেন |
---|
কাহিনিকার | রবীন্দ্রনাথ ঠাকুর |
---|
উৎস | রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তাসের দেশ |
---|
শ্রেষ্ঠাংশে | অনুব্রত জয়রাজ তিলোত্তমা সোম ঋ টিনু ভার্গিস ইম্মাদউদ্দিন শাহ / সৌম্যক কান্তি |
---|
সুরকার | নীল অধিকারী / মিতি অধিকারী |
---|
চিত্রগ্রাহক | ম্যানুয়েল ডাকোসে / কিউ |
---|
সম্পাদক | নিকন |
---|
পরিবেশক | এনএফডিসি (ভারত) / ইনসোমনিয়া ওয়ার্ল্ড সেলস |
---|
মুক্তি |
- ১১ নভেম্বর ২০১২ (2012-11-11) (রোম)[১]
- ২৩ আগস্ট ২০১৩ (2013-08-23) (ভারত)[২]
|
---|
স্থিতিকাল | ১১৪ মিনিট |
---|
দেশ | ভারত |
---|
ভাষা | বাংলা |
---|
তাশের দেশ (ইংরেজি: The Land of Cards) কিউ দ্বারা পরিচালিত ২০১২ সালের বাংলা ভাষার একটি কাল্পনিক চলচ্চিত্র। চলচ্চিত্রতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সৌম্যক কান্তি দে বিশ্বাস, অনুব্রত বসু, তিলোত্তমা সোম, ঋ, জয়রাজ ভট্টাচার্য, টিনু ভার্গিস এবং ইম্মাদউদ্দিন শাহ।[৩] ২০১২ সালের ১১ নভেম্বর সপ্তম রোম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাসের দেশ-এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছিল।[৪] [৫] চলচ্চিত্রটি ২০১৩ সালের ২৩ আগস্ট ভারতে মুক্তি পায়।[৬]
- রাণী চরিত্রে তিলোত্তমা সোম
- রুইতন চরিত্রে ইমাদ শাহ
- বন্ধু চরিত্রে অনুব্রত বসু
- হরতনী / বিধবা চরিত্রে ঋ সেন
- টেক্কানি চরিত্রে মায়া টাইডম্যান
- রাজকুমার চরিত্রে সৌম্যক কান্তি দে বিশ্বাস
- কাহিনীকার / তাসের রাজা চরিত্রে জয়রাজ ভট্টাচার্য
- ভবিষ্যকথক চরিত্রে টিনু ভার্গিজ
- "অমি ফুল তুলিতে এলেম" – আনুশেহ্ অনাদিল
- "আমার মন বলে চাই" – কৌশিক মুখোপাধ্যায়
- "আমরা নূতন যৌবনেরই" – নীল অধিকারী
- "বাঁধ ভেঙ্গে দাও" – কৌশিক মুখোপাধ্যায়, তানাজি, নীল, দামিনী, কমলিকা
- "বলো সখি বলো" – সাহানা বাজপেয়ী
- "চলো নিয়ম মতে" – কৌশিক মুখোপাধ্যায়, তানাজি, নীল, দামিনী, কমলিকা
- "এলেম নতুন দেশে" – কৌশিক মুখোপাধ্যায়
- "ঘরেতে ভ্রমর এলো" – আনুশেহ্ অনাদিল
- "গোপনো কথাটি" – সুশীলা রমন, কৌশিক মুখোপাধ্যায়
- "আরে নবীনা" – কৌশিক মুখোপাধ্যায়
- "ইচ্ছে ইচ্ছে" – কৌশিক মুখোপাধ্যায়, নীল, দামিনী, কমলিকা
- "যাবোই" – কৌশিক মুখোপাধ্যায়
- "খারা বায়ু বয় বেগে" – কৌশিক মুখোপাধ্যায়, নীল, দামিনী, কমলিকা
- "ওগো শান্ত" – কৌশিক মুখোপাধ্যায়
- "তাস সঙ্গীত" – কৌশিক মুখোপাধ্যায়, তানাজি, নীল, দামিনী, কমলিকা
- "তোলন নামন" – কৌশিক মুখোপাধ্যায়, তানাজি, নীল, দামিনী, কমলিকা
- "তোমার পায়ের তলায়" – কৌশিক মুখোপাধ্যায়
- "উতল হাওয়া" – আনুশেহ্ অনাদিল
|
---|
পরিচালিত চলচ্চিত্র | |
---|
কেবল লিখিত চলচ্চিত্র | |
---|
কেবল প্রযোজিত চলচ্চিত্র | |
---|
স্বল্পদৈর্ঘ্য | |
---|