তাহজিবুল আসার

তাহজিবুল আসার
লেখকআবু জাফর মুহাম্মদ ইবনে জরির আত-তাবারি
মূল শিরোনামتهذيب الآثار
ভাষাআরবি
ধরনহাদিস সংকলন

তাহজিবুল আসার (আরবি: تهذيب الآثار ; ইংরেজি: Tahdhīb al-Āthār ) হল আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারির হাদিসের সংগ্রহ। আল-কাত্তানী এটিকে আল-তাবারির অন্যতম চমৎকার কাজ বলে বর্ণনা করেছেন, যদিও তিনি এটি সম্পন্ন করেননি।

বর্ণনা

[সম্পাদনা]

আত-তাবারির এই রচনাটিকে হাদিস ও হাদিসের সত্যতা যাচাই এবং প্রত্যেকটির ব্যাখ্যা সহ অন্তর্ভুক্ত করে সংকলিত করেছেন। তার এই রচনাটি সাহাবির বর্ণনা অনুযায়ী সাজিয়ে ছিলেন। তিনি বকর আল-সিদ্দিক-কে দিয়ে শরু করেন । [] তিনি আশারায়ে মুবাশশারা (জান্নাতি দশ সাহাবি), আহলে বাইত (আলি, ফাতেমা, হাসান ও হোসাইন)[] এবং তাদের আশ্রিত জনদের পাশাপাশি আবদুল্লাহ ইবনে আব্বাস-এর হাদিসেরও একটি বিশাল অংশ সম্পন্ন করেন।[]

আত-তাবারি এই সকল হাদিসকে সাহাবিদের প্রত্যেকের কাছ থেকে বিশুদ্ধ বলে সংগ্রহ করেছিলেন এবং তাদের ব্যক্তিগত বিভিন্ন হাদিসের মতন (মূল পাঠ) এবং যে কোনও গোপন ত্রুটি সম্পর্কে আলোচনা করেছেন। তারপরে তিনি প্রতিটি হাদিসের ফিকহি বোঝাপড়া, আলেমদের ভিন্ন মতামত এবং তাদের যুক্তি এবং যে কোনও অস্বাভাবিক পরিভাষার সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছিলেন।[] এটি শেষ করার আগেই ৯২২ সালে তিনি মারা যান।[]

আল-কাত্তানি লেখকের বিস্ময়কর রচনাগুলোর মধ্যে তাহজিবুল আসার-এর প্রশংসা করেছিলেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. al-Kattani, Muhammad ibn Ja'far (২০০৭)। al-Risalah al-Mustatrafah (Arabic ভাষায়) (Seventh সংস্করণ)। Beirut: Dar al-Bashair al-Islamiyyah। পৃষ্ঠা 43। 
  2. সহীহ মুসলিম