তিগমাংশু ধুলিয়া | |
---|---|
জন্ম | |
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, অভিনেতা |
কর্মজীবন | ১৯৯১-বর্তমান |
তিগমাংশু ধুলিয়া (জন্ম: ৩ জুলাই ১৯৬৭) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, সংলাপ লেখক, চিত্রনাট্যকার, অভিনেতা, প্রযোজক ও অভিনয়শিল্পী নির্বাচক। তিনি হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশনে তার কাজের জন্য পরিচিত।[১] তিনি ১৯৯৮ সালের দিল সে.. চলচ্চিত্রের সংলাপ রচনা করেন, যা যুক্তরাজ্যের শীর্ষ ১০ চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত প্রথম বলিউড চলচ্চিত্র এবং এটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[২] পরিচালক হিসেবে তিনি জীবনীনির্ভর পান সিং তোমার ও সাহেব বিবি অউর গ্যাংস্টার চলচ্চিত্র দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।[৩][৪]
পান সিং তোমার চলচ্চিত্রটি ২০১০ বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়,[৫] এবং ২০১২ সালে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।[৬] সাহেব, বিবি অউর গ্যাংস্টার-এর মত এর অনুবর্তী পর্ব সাহেব, বিবি অউর গ্যাংস্টার রিটার্ন্স-ও সমাদৃত হয়।[৭][৮][৯] এছাড়া তিনি অনুরাগ কাশ্যপের আধুনিক কাল্ট চলচ্চিত্র গ্যাংস অফ ওয়াসেপুর-এর রামাধীর সিং চরিত্রের জন্য সুপরিচিত।[১০] ধুলিয়ার রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় থেকে নাট্যতত্ত্বের উপর স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।[১১]
ধুলিয়া ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন।[১২] তার পিতা সেখানে এলাহাবাদ উচ্চ আদালতের বিচারক ছিলেন। তার মা সংস্কৃতের অধ্যাপক ছিলেন। তিন ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। ভাইদের মধ্যে একজন নৌবাহিনীতে যোগদান করেন এবং অন্যজন উত্তরখণ্ড উচ্চ আদালতের বিচারক হন। ধুলিয়া এলাহাবাদের সেন্ট জোসেফ্স কলেজে পড়াশোনা করেন, এবং পরে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি, অর্থনীতি ও আধুনিক ইতিহাস বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। স্নাতকের পর ১৯৮৬ সালে তিনি নতুন দিল্লির রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে নাট্যতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হন এবং ১৯৮৯ সালে তার পাঠ্যসূচি সম্পন্ন করেন।[১১]
বছর | চলচ্চিত্র | |||||
---|---|---|---|---|---|---|
পরিচালক | অভিনেতা | প্রযোজক | চিত্রনাট্যকার | অভিনয়শিল্পী নির্বাচক | ||
২০২০ | রাত অকেলি হ্যায় | হ্যাঁ | ||||
ইয়ারা | হ্যাঁ | হ্যাঁ | ||||
২০১৯ | মিলান টকিজ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৮ | জিরো | হ্যাঁ | ||||
বারিশ অউর চউমিন | হ্যাঁ | হ্যাঁ | ||||
সাহেব, বিবি অউর গ্যাংস্টার ৩ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |||
২০১৭ | রাগ দেশ | হ্যাঁ | হ্যাঁ | |||
২০১৫ | হিরো | হ্যাঁ | ||||
মাঁঝি - দ্য মাউন্টেন ম্যান | হ্যাঁ | |||||
২০১৩ | বুলেট রাজা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ||
সাহেব, বিবি অউর গ্যাংস্টার রিটার্ন্স | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |||
শাহিদ | হ্যাঁ | |||||
২০১২ | পান সিং তোমার | হ্যাঁ | হ্যাঁ | |||
গ্যাংস অফ ওয়াসেপুর - পার্ট ২ | হ্যাঁ | |||||
গ্যাংস অফ ওয়াসেপুর | হ্যাঁ | |||||
২০১১ | সাহেব, বিবি অউর গ্যাংস্টার | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ||
শাগির্দ | হ্যাঁ | হ্যাঁ | ||||
২০০৫ | ফ্যামিলি: টাইজ অব ব্লাড | হ্যাঁ | ||||
২০০৪ | চরস | হ্যাঁ | হ্যাঁ | |||
২০০৩ | হাসিল | হ্যাঁ | হ্যাঁ | |||
২০০২ | বাস ইতনা সা খোয়াব হ্যায় | হ্যাঁ | ||||
১৯৯৮ | স্টিফ আপার লিপ | হ্যাঁ | ||||
দিল সে.. | হ্যাঁ | হ্যাঁ | ||||
১৯৯৬ | তেরে মেরে সপ্নে | হ্যাঁ | ||||
১৯৯৫ | বোম্বে ব্লুজ | হ্যাঁ | ||||
১৯৯৪ | ব্যান্ডিট কুইন | হ্যাঁ | ||||
১৯৯২ | ইলেকট্রিক মুন |