তিনসুকিয়া Tinsukia তিনিচুকীয়া পুকুরের শহর | |
---|---|
শহর | |
তিনসুকিয়ার অবস্থান, ভারতের আসামে | |
স্থানাঙ্ক: ২৭°৩০′০০″ উত্তর ৯৫°২২′০১″ পূর্ব / ২৭.৫০০° উত্তর ৯৫.৩৬৭° পূর্ব | |
দেশ | ভারত |
প্রদেশ | আসাম |
জেলা | তিনসুকিয়া |
উচ্চতা | ১১৬ মিটার (৩৮১ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,০৮,১২৩ |
ভাষা | |
• সরকারি | অসমীয়া |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭৮৬১২৫ |
টেলিফোন কোড | ৯১-৩৭৪ |
যানবাহন নিবন্ধন | এএস -২৩ |
ওয়েবসাইট | www |
তিনসুকিয়া (Pron: ˌtɪnˈsʊkiə) (অসমীয়া: তিনিচুকীয়া) হচ্ছে ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলার একটি ছোট মিউনিসিপ্যাল শহর। তিনসুকিয়া হচ্ছে আসাম রাজ্যের আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্র।
এটি গুয়াহাটি থেকে ৪৮০ কিলোমিটার (২৯৮ মা) উত্তর পূর্বে এবং অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে ৮৪ কিলোমিটার (৫২ মা) দূরে অবস্থিত।
তিনসুকিয়া অবস্থিত ২৭°৩০′ উত্তর ৯৫°২২′ পূর্ব / ২৭.৫° উত্তর ৯৫.৩৭° পূর্ব অক্ষাংশ ও দ্রাঘিমাংশে।[১] এই স্থান সমুদ্র সমতল গড় ১১৬ মিটার (৩৮০ ফুট) উচ্চতায় অবস্থিত।
নিকটবর্তী বিমানবন্দর হচ্ছে ডিব্রুগড় বিমানবন্দর। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর সাথে সরাসরি যোগাযোগ আছে।
তিনসুকিয়ায় মূলত ২ টি রেলওয়ে স্টেশন আছে। একটি নিউ তিনসুকিয়া জংশন এবং অন্যটি তিনসুকিয়া জংশন। নিউ তিনসুকিয়া জংশন থেকে দূরপাল্লার সুপারফাস্ট ও এক্সপ্রেস ট্রেন ছাড়ে। তিনসুকিয়া জংশন এর কৌশলগত তাৎপর্য রয়েছে। এটি উত্তর পূর্ব সীমান্তের অঞ্চলগুলোর সাথে যোগাযোগ স্থাপন করে। বর্তমানে উওরে ডোঙ্গারী ও পূর্বে লেডো পর্যন্ত রেল সম্প্রসারিত।