তিমাভো

সান জিওভান্নি ডি দুইনোতে তিমাভো নদীর উৎস।

তিমাভো নদী ট্রিয়েস্ট প্রদেশে প্রবাহিত দুই কিলোমিটার দীর্ঘ একটি নদী। দুইনো ও সান জিওভান্নির কাছে এর চারটি উৎস রয়েছে। নদীটি ইতালির মনফালকোনে থেকে ৩ কিলোমিটার (২ মা) দক্ষিণ-পূর্বে পাঞ্জানো উপসাগর (ট্রাইস্টে উপসাগরের অংশ) পর্যন্ত প্রবাহিত হয়।

ভূগোল

[সম্পাদনা]

নদীটি স্লোভেনিয়ার রেকা নদী থেকে ভূগর্ভস্থ প্রবাহের মাধ্যমে প্রবাহিত পানির বেশিরভাগ অংশ গ্রহণ করে, তবে ট্রেসার গবেষণায় দেখা গেছে যে অন্যান্য ডুবে যাওয়া নদী, ভিপাভা, সোকা এবং রাসাও এর প্রবাহে অবদান রাখে। মডেলিংয়ের ফলাফল থেকে জানা যায়, তিমাভো তার প্রবাহের এক তৃতীয়াংশ রেকা থেকে, কার্স্ট মালভূমিতে বৃষ্টিপাতের অনুপ্রবেশ থেকে প্রবাহের দুই-তৃতীয়াংশ এবং অন্যান্য ডুবে যাওয়া নদীর উৎস থেকে পানির প্রবাহের কিছু অংশ গ্রহণ করে।[][]

ইতিহাস

[সম্পাদনা]

রোমান লেখক লিভি, স্ট্র্যাবোভের্গিল নদীর কথা উল্লেখ করেছেন। ভের্গিল লিখেছিলেন যে, একটি পর্বত থেকে নয়টি স্রোত বেরিয়ে নদীটি গঠন করেছে।[] উৎসগুলোর নিকটবর্তী একটি রোমান বসতিকে ফনস তিমাভি বলা হত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেপ ভিদালের কাছে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে তিমাভো নামে একটি ইতালীয় যাত্রীবাহী জাহাজ বিধ্বস্ত হয়। ধ্বংসাবশেষের ইঞ্জিনটি এখনও সৈকত থেকে দৃশ্যমান, যা এখন ইসিমাঙ্গালিসো জলাভূমি পার্কের মধ্যে অবস্থিত।

সাহিত্য

[সম্পাদনা]

ব্রিটিশ লেখক রবার্ট ম্যাকফারলেন তার ২০১৯ সালের বই আন্ডারল্যান্ডে টিমাভোর উৎস অনুসরণ করেছেন এবং এর অনুসন্ধানের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Civita, M.; Cucchi, F. (১৯৯৫)। ""The Timavo hydrogeologic system: an important reservoir of supplementary water resources to be reclaimed and protected."" (পিডিএফ): 169–186। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৩ 
  2. "LTER-Slovenia : Project Overview"Lter.zrc-sazu.si। ২০১৫-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১২-০৯ 
  3. Virgil Aeneid 1.244-6
  4. Macfarlane, Robert (২০২০)। Underland। Penguin। পৃষ্ঠা 175-। আইএসবিএন 978-0-141-03057-9 

বহিঃসংযোগ

[সম্পাদনা]