ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৭ জুন ১৯৯০ | ||
জন্ম স্থান | সাও জোর্জে দোয়েস্তে, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নাগোইয়া গ্রাম্পাস | ||
জার্সি নম্বর | ২ | ||
যুব পর্যায় | |||
ক্রিসিউমা | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০–২০১১ | ক্রিসিউমা | ৬ | (০) |
২০১১ | ভিলা আউরোরা | ৩ | (০) |
২০১২ | কাশিয়াস দো সুল | ১৪ | (২) |
২০১৩ | গুয়ারানি | ১২ | (৩) |
২০১৩–২০১৪ | কাশিয়াস দো সুল | ৪৫ | (৬) |
২০১৪–২০১৭ | আতলেতিকো মিনেইরো | ২৪ | (৩) |
২০১৬–২০১৭ | → বাইয়া (ধার) | ৬১ | (৪) |
২০১৮–২০২০ | বাইয়া | ৩০ | (৩) |
২০১৯ | → আতলেতিকো লানুস (ধার) | ৬ | (০) |
২০২০ | → সেয়ারা (ধার) | ২২ | (২) |
২০২০–২০২১ | সেয়ারা | ১৩ | (০) |
২০২১– | সেরেসো ওসাকা | ১৫ | (৪) |
২০২২– | → নাগোইয়া গ্রাম্পাস (ধার) | ১৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৩:০৩, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
তিয়াগো পানুসাত (পর্তুগিজ: Tiago Pagnussat; জন্ম: ১৭ জুন ১৯৯০) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব নাগোইয়া গ্রাম্পাসে হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
তিয়াগো পানুসাত ১৯৯০ সালের ১৭ই জুন তারিখে ব্রাজিলের সাও জোর্জে দোয়েস্তেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।