তিরুভাথিরা বা তিরুভাথিরাই বা অরুধরা দারিসনম হল ভারতের কেরালা এবং তামিলনাড়ু রাজ্যে পালিত একটি হিন্দু উৎসব।[১][২][৩] তামিল ভাষায় তিরুভাথিরাই (অরুধ্রা) মানে "পবিত্র বড় তরঙ্গ"। তামিলনাড়ুর চিদাম্বরমে[৪] শ্রী নটরাজর মন্দিরের বার্ষিক উৎসব এই দিনে পালিত হয়।[৫]
কেরালা রাজ্যের কোল্লাম জেলার কাদাক্কলের কাছে তিরুভিথামকোর দেবস্বম বোর্ডের মালিকানাধীন মাথিরা পিদিকা দেবী মন্দিরে মাকারম মাসে তিরুভাথিরা স্টার পালিত হয়। চন্দ্রদেবের সাথে তিরুভাথিরার সম্পর্ক রয়েছে।