ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | তিলকরত্নে মুদিয়ানসিলেঙ্গে দিলশান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | কালুতেরা, শ্রীলঙ্কা | ১৪ অক্টোবর ১৯৭৬|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ-ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৮০) | ১৮ নভেম্বর ১৯৯৯ বনাম জিম্বাবুয়ে | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১৬ মার্চ ২০১৩ বনাম বাংলাদেশ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১০২) | ১১ ডিসেম্বর ১৯৯৯ বনাম জিম্বাবুয়ে | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ২৫ ডিসেম্বর ২০১৩ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই শার্ট নং | ২৩ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক | ১৫ জুন ২০০৬ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ১৩ ডিসেম্বর ২০১৩ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৬–১৯৯৭ | কালুতেরা টাউন ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৭–১৯৯৮ | সিংহ স্পোর্টস ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৮–২০০০ | সিবাসটিয়েনিটেস ক্রিকেট এন্ড এথলেটিক ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০০–বর্তমান | ব্লুমফিল্ড ক্রিকেট এন্ড এথলেটিক ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৭–বর্তমান | বাসনাহিরা সাউথ ক্রিকেট টিম | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৮–২০১০ | দিল্লি ডেয়ারডেভিলস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১–বর্তমান | রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরু | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইসপিএন ক্রিকইনফো, ২৬ ডিসেম্বর ২০১৩ |
তিলকরত্নে মুদিয়ানসেলাগে দিলশান (সিংহলি: තිලකරත්න ඩිල්ශාන්, জন্ম: ১৪ অক্টোবর ১৯৭৬); একজন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার এবং শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।[১] ১৯৯৯ সাল থেকেই তিনি জাতীয় দলের সদস্য হিসেবে খেলে আসছেন। বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হবার আগে তিনি তুয়ান মোহাম্মদ দিলশান নামে পরিচিত ছিলেন। তিনি অত্যন্ত মারমুখি ডানহাতি ব্যাটসম্যান। দিলস্কুপ নামক একধরনের বিশেষ স্ট্রোক তিনি উদ্ভাবন করেন যেখানে বল উইকেট-রক্ষকের মাথার উপর দিয়ে সীমানার বাইরে চলে যায়। তিনি স্পিন বোলার হিসেবেও যথেষ্ট কার্যকর, প্রধানত একদিনের আন্তর্জাতিক খেলায় তার বোলিং ব্যবহৃত হয়। বিশ ওভারের আন্তর্জাতিক খেলায় দিলশান দুর্দান্ত খেলোয়াড়। ২০০৯ সালের আইসিসি টি২০ ক্রিকেট টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। শ্রীলঙ্কার ৪র্থ ও বৈশ্বিকভাবে ১১শ ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ১০,০০০ রান সংগ্রহ করেন।
বিশ্বকাপে তিলকরত্নে দিলশান এবং উপুল থারাঙ্গা’র ১ম উইকেট জুটিতে ২৮২ রান আসে। ২৬ মার্চ, ২০১১ সালে পল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জিম্বাবুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ ক্রিকেটে তারা এ সর্বোচ্চ রানের জুটি গড়েন।[২]
নিচে তিলকরত্নে দিলশানের সকল আন্তর্জাতিক শতকের তালিকা দেখানো হয়েছে।
দিলশানের টেস্ট শতক' | ||||||
---|---|---|---|---|---|---|
রান | খেলা | প্রতিপক্ষ | শহর/দেশ | মাঠ | বছর | |
[১] | ১৬৩ | ১ | জিম্বাবুয়ে | হারারে, জিম্বাবুয়ে | হারারে স্পোর্টস ক্লাব | ১৯৯৯ |
[২] | ১০০ | ১১ | ইংল্যান্ড | ক্যান্ডি, শ্রীলঙ্কা | আসগিরিয়া স্টেডিয়াম | ২০০৩ |
[৩] | ১০৪ | ১৩ | অস্ট্রেলিয়া | গালে, শ্রীলঙ্কা | গালে আন্তর্জাতিক স্টেডিয়াম | ২০০৪ |
[৪] | ১৬৮ | ২৭ | বাংলাদেশ | কলম্বো, শ্রীলঙ্কা | পি সারাভাসৃমজততু স্টেডিয়াম | ২০০৫ |
[৫] | ১২৫ | ৪৬ | ভারত | কলম্বো, শ্রীলঙ্কা | সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড | ২০০৮ |
[৬] | ১৬২ | 50 | বাংলাদেশ | চট্টগ্রাম, বাংলাদেশ | চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম | 2009 |
[৭] | ১৪৩ | |||||
[৮] | ১৪৫ | ৫২ | পাকিস্তান | লাহোর, পাকিস্তান | গাদ্দাফি স্টেডিয়াম | ২০০৯ |
[৯] | ১২৩* | ৫৬ | নিউজিল্যান্ড | গালে, শ্রীলঙ্কা | গালে আন্তর্জাতিক স্টেডিয়াম | ২০০৯ |
[১০] | ১১২ | ৫৮ | ভারত | আহমেদাবাদ, ভারত | সরদার প্যাটেল স্টেডিয়াম | ২০০৯ |
[১১] | ১০৯ | ৬০ | ভারত | মুম্বাই, ভারত | ব্রাবোর্ন স্টেডিয়াম | ২০০৯ |
[১২] | ১৯৩ | ৬৮ | ইংল্যান্ড | লন্ডন, ইংল্যান্ড | লর্ড’স ক্রিকেট গ্রাউন্ড | ২০১১ |
[১৩] | ১০১ | ৮০ | পাকিস্তান | গালে, শ্রীলঙ্কা | গালে আন্তর্জাতিক স্টেডিয়াম | ২০১২ |
[১৪] | ১২১ | ৮১ | পাকিস্তান | কলম্বো, শ্রীলঙ্কা | সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড | ২০১২ |
[১৫] | ১৪৭ | ৮৩ | অস্ট্রেলিয়া | হোবার্ট, অস্ট্রেলিয়া | বেলিরাভ ওভাল | ২০১২ |
দিলশানের একদিনের আন্তর্জাতিক শতক | ||||||
---|---|---|---|---|---|---|
রান | খেলা | প্রতিপক্ষ | শহর/দেশ | স্থান | বছর | |
[১] | ১১৬ | ৯৪ | নেদারল্যান্ডস | এ্যামস্টেলভেন, নেদারল্যান্ড | ভিআরএ গ্রাউন্ড | ২০০৬ |
[২] | ১৩৭* | 155 | পাকিস্তান | লাহোর, পাকিস্তান | গাদ্দাফি স্টেডিয়াম | ২০০৯ |
[৩] | ১০৬ | ১৬৪ | দক্ষিণ আফ্রিকা | সেঞ্চুরিয়ান, দক্ষিণ আফ্রিকা | সুপার স্পোর্টস পার্ক | ২০০৯ |
[৪] | ১৬০ | ১৬৭ | ভারত | রাজকোট, ভারত | মাধাভরাও স্কিন্দিয়া ক্রিকেট গ্রাউন্ড | ২০০৯ |
[৫] | ১২৩ | ১৬৮ | ভারত | নাগপুর, ভারত | বিদর্ভ ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ড | 2009 |
[৬] | ১০৪ | ১৭২ | বাংলাদেশ | মিরপুর, বাংলাদেশ | শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম | ২০১০ |
[৭] | ১০৮* | ১৭৯ | জিম্বাবুয়ে | হারারে, জিম্বাবুয়ে | হারারে স্পোর্টস ক্লাব | ২০১০ |
[৮] | ১১০ | ১৮৮ | ভারত | ডাম্বুলা, শ্রীলঙ্কা | ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম | ২০১০ |
[৯] | ১৪৪ | ১৯৯ | জিম্বাবুয়ে | কান্দি, শ্রীলঙ্কা | পাল্লাকেল্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম | ২০১১ |
[১০] | ১০৮* | ২০১ | ইংল্যান্ড | কলম্বো, শ্রীলঙ্কা | আর প্রেমানদাসা স্টেডিয়াম | ২০১১ |
[১১] | ১৬০* | ২৩১ | ভারত | হোবার্ট, অস্ট্রেলিয়া | বেলারাইভ ওভাল | ২০১২ |
[১২] | ১০৬ | ২৩৪ | অস্ট্রেলিয়া | এডিলেড, অস্ট্রেলিয়া | এ্যাডিলেড ওভাল | ২০১২ |
[১৩] | ১১৯* | ২৪০ | পাকিস্তান | কান্দি, শ্রীলঙ্কা | পল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম | ২০১২ |
[১৪] | ১০২* | ২৫০ | নিউজিল্যান্ড | কান্দি, শ্রীলঙ্কা | পল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম | ২০১২ |
দিলশানের টুয়েন্টি২০ আন্তর্জাতিক শতক | ||||||
---|---|---|---|---|---|---|
রান | খেলা | প্রতিপক্ষ | শহর/দেশ | মাঠ | সাল | |
[১] | ১০৪* | 33 | অস্ট্রেলিয়া | পল্লেকেলে, শ্রীলঙ্কা | পল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম | ২০১১ |
পূর্বসূরী কুমার সাঙ্গাকারা |
শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ২০১১-২০১২ |
উত্তরসূরী মাহেলা জয়াবর্ধনে |