তিলা শোল Barca snakehead | |
---|---|
![]() | |
তিলা শোল | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Perciformes |
পরিবার: | Channidae |
গণ: | Channa |
প্রজাতি: | C. barca |
দ্বিপদী নাম | |
Channa barca (F. Hamilton, 1822) |
তিলা শোল বা পিপলা শোল[১] (বৈজ্ঞানিক নাম: Channa barca) (ইংরেজি: Barca snakehead) হচ্ছে চেন্নিডি পরিবারের Channa গণের একটি দুর্লভ প্রজাতির স্বাদু পানির মাছ।
বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ২ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[১]
দেহ সম্মুখে প্রায় চোঙাকৃতির এবং পশ্চাতে চাপা। পাখনার কিনারা লাল, বক্ষপাখনা লালচে ও প্রচুর কাল দাগ আছে।
এ প্রজাতির মাছ ভারত, বাংলাদেশ গঙ্গা, ব্রহ্মপুত্র বিধৌত অববাহিকায় লক্ষ্য করা যায়। তবে এটি বর্তমানে ভারতের আসামে ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরের গোয়ালপাড়ায় পাওয়া যায়।[২]
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে মহাবিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত।[২]
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।