সোনাই নদী তুইরিয়াল | |
---|---|
অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | মিজোরাম, আসাম |
শহর | আইজল, লুংলেই, সোনাই |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
উৎস | |
• উচ্চতা | ১,৩৯৮ মিটার (৪,৫৮৭ ফুট) |
মোহনা | |
• অবস্থান | চউইলুং পাহাড় |
দৈর্ঘ্য | ১১৭ কিলোমিটার (৭৩ মাইল) |
অববাহিকার বৈশিষ্ট্য | |
উপনদী | |
• বামে | তুইরিনি |
সোনাই নদী বা তুইরিয়াল উত্তর-পূর্ব ভারতের মিজোরাম এবং আসামের একটি নদী। এটি বরাক নদীর একটি শাখা নদী। এই নদীটি সোনাই নামেও পরিচিত। এটি কাছার জেলার দিকে উত্তরে প্রবাহিত হয়ে সোনাই শহরের নিকটবর্তী ডুঙ্গিপার গ্রামে বরাক নদীর সাথে মিলিত হয়েছে।[১] এই নদীর উপর তুইরিয়াল বাঁধ তৈরি করা হয়েছে।
নদীটি প্রায় ১১৭ কিলোমিটার (৭৩ মাইল) দীর্ঘ। এটি আইজল জেলার চউইলুং পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এটি উত্তর দিকে প্রবাহিত হয়ে আসামের বরাক নদীতে মিলিত হয়েছে।[২]