তুরান (ফার্সি: توران), আক্ষরিক অর্থ “তুরদের দেশ”, হল মধ্য এশিয়ার একটি অঞ্চল। এই শব্দটি ইরানি উৎস থেকে উৎপত্তি লাভ করেছেন।[১]আভেস্তায় সর্বপ্রথম এর দেখা পাওয়া যায় যাতে তুইরিয়াকে একটি ইরানি গোত্র বলা হয়েছে।[২][৩][৪] পরবর্তী সময়ে পরে তুরান শব্দটি অইরানিয় অঞ্চল বোঝানোর জন্য সমার্থক হিসেবে ব্যবহৃত হতে থাকে, বিশেষত তুর্কিদের আবাসস্থল হিসেবে।[১]ফেরদৌসীরশাহনামায়ও তুরানের উল্লেখ রয়েছে।[৩]
↑ কখEmeri van Donzel, Islamic Reference Desk, Brill Academic Publishers, 1994. pg 461. Actual Quote: Iranian term applied to region lying to the northeast of Iran and ultimately indicating very vaguely the country of the Turkic peoples.
↑Edward A Allworth,Central Asia: A Historical Overview, Duke University Press, 1994. pp 86
↑ কখI. M. Diakonoff, The Paths of History, Cambridge University Press, 1999, p. 100: "Turan was one of the nomadic Iranian tribes mentioned in the Avesta. However, in Firdousi’s poem, and in the later Iranian tradition generally, the term Turan is perceived as denoting 'lands inhabited by Turkic speaking tribes.'"
↑G. Gnoli, Zoroaster's time and homeland, Naples 1980. "Iranian tribes that also keep on recurring in the Yasht, Airyas, Tuiryas, Sairimas, Sainus and Dahis".