তুর্কমেনিস্তানের ডেমোক্রেটিক পার্টি Türkmenistanyň Demokratik Partiýasy | |
---|---|
সংক্ষেপে | টিডিপি |
নেতা | আতা সের্দারু |
প্রতিষ্ঠাতা | সাপারমিরাত নিয়াজু |
প্রতিষ্ঠা | ১৬ ডিসেম্বর ১৯৯১ |
পূর্ববর্তী | তুর্কমেনিস্তানের কমিউনিস্ট পার্টি |
সদর দপ্তর | আশগাবাত |
সংবাদপত্র | গাল্কিনিশ গাজেতি |
যুব শাখা | তুর্কমেনিস্তান মাগদিমগুলি যুব সংঠন[১] |
সদস্যপদ (২০১৯) | ২,১১,০০০ |
ভাবাদর্শ | তুর্কমেন জাতীয়তাবাদ সামাজিক রক্ষণশীলতাবাদ[২][৩] |
আনুষ্ঠানিক রঙ | সবুজ সোনালি |
স্লোগান | "রাষ্ট্র জনগণের" (তুর্কমেনীয়: "Döwlet adam üçindir") |
তুর্কমেনিস্তান গণপরিষদের আসন | ৬৫ / ১২৫ |
ওয়েবসাইট | |
tdp | |
তুর্কমেনিস্তানের রাজনীতি |
তুর্কমেনিস্তানের ডেমোক্রেটিক পার্টি (তুর্কমেনীয়: Türkmenistanyň Demokratik Partiýasy; টিডিপি) ১৯৯১ সাল থেকে তুর্কমেনিস্তানের ক্ষমতাসীন দল।
১৯৯০-র দশকের গোড়ার দিকে প্রাক্তন সোভিয়েত প্রাদেশিক পার্টির নেতা সাপারমিরাত নিয়াজু সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পর থেকে ২০০৬ সালে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত দলের নেতৃত্বে ছিলেন। ২০১৩ সালে, রাষ্ট্রপতি গুর্বাঙ্গুলি বের্দিমুহামেদু তাঁর রাষ্ট্রপতিত্বের মেয়াদকালে দলীয় সদস্যপদ স্থগিত করেছিলেন।[৪] তাঁদের শাসনামলকে কর্তৃত্ববাদী বা একচ্ছত্রবাদী হিসাবে বর্ণনা করা হয়।[৫][২][৩][৬] দলের বর্তমান নেতা আতা সের্দারু।[৭]
তুর্কমেনিস্তানের কমিউনিস্ট পার্টির উত্তরাধিকারী দল হিসেবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর টিডিপি তৈরি হয়েছিল। রাজনৈতিক পরিবর্তনের পুরানো দলের অভ্যন্তরীণ কাঠামো কার্যকরভাবে অপরিবর্তিত ছিল। অতীতে টিডিপি বিকল্প রাজনৈতিক দলগুলোর সীমিত ও বিক্ষিপ্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে কিন্তু দেশটির রাজনীতির দমনমূলক প্রকৃতির কারণে নির্বাচনের সময় কখনো উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। বিরোধী দলগুলো সাধারণত জনমত গঠনের কোনো উল্লেখযোগ্য ভিত্তি তৈরির পূর্বেই পিষ্ট হয়ে যায়। ২০১০ সালে বিরোধী দলগুলোর আনুষ্ঠানিক বৈধতা পাওয়ার পরও এমনটিই ঘটেছে।
নং | ছবি | নাম
(জন্ম–মৃত্যু) |
মেয়াদকাল শুরু | মেয়াদকাল শেষ | উদ্ধৃতি |
---|---|---|---|---|---|
সভাপতি | |||||
1 | সাপারমিরাত নিয়াজু
(১৯৪০–২০০৬) |
১৬ ডিসেম্বর ১৯৯১ | ২১ ডিসেম্বর ২০০৬ | পদে থাকাকালীন মৃত্যু | |
2 | গুর্বাঙ্গুলি বের্দিমুহামেদু
(জন্ম ১৯৫৭) |
৪ আগস্ট ২০০৭ | ১৮ আগস্ট ২০১৩ | ভারপ্রাপ্ত সভাপতি: ২১ ডিসেম্বর ২০০৬ – ৪ আগস্ট ২০০৭ | |
3 | কাসিমগুলি বাবাইউ
(জন্ম ১৯৬৬) |
১৮ আগস্ট ২০১৩ | ২ এপ্রিল ২০১৮ | ||
4 | আতা সের্দারু
(জন্ম ১৯৬৪) |
২ এপ্রিল ২০১৮ | বর্তমান |
সরকারের প্রতিদ্বন্দ্বিতা করার মতো বিরোধী দলের অভাব থাকার কারণে, টিডিপি সব না হলেও অধিকাংশ রাজস্ব শিল্পগুলোকে সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় পরিকল্পনা দলীয় নীতির একটি মূল উপাদান এবং সরকারি পরিষেবাসমূহের কার্যকারিতার ভিত্তি হিসাবে কাজ করে থাকে। দলের "তুর্কমেন জাতীয়তাবাদ" ভাবাদর্শটি দলের প্রাক্তন নেতা সাপারমিরাত নিয়াজু সংজ্ঞায়িত করেছিলেন তুর্কমেনিস্তানে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রীয় ভাবাদর্শের ভিত্তি হিসেবে।[৮]
তুর্কমেনিস্তানে জাতীয় পর্যায়ে একজন রাষ্ট্রপ্রধান - রাষ্ট্রপতি - এবং একটি আইনসভা নির্বাচন করা হয়। তুর্কমেনিস্তানের নির্বাচনগুলো সম্পূর্ণ জালিয়াতি মার্কা এবং বাস্তবে একটি স্বৈরাচারীতাকে বৈধতার চেহারা দেওয়ার চেষ্টা হিসেবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচন ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছিল।[৯]
নির্বাচনী বছর | প্রার্থী | ১ম দফা | ২য় দফা | ফলাফল | ||
---|---|---|---|---|---|---|
# ভোট | % ভোট | # ভোট | % ভোট | |||
১৯৯২ | সাপারমিরাত নিয়াজু | ১৮,৭৪,৩৫৭ | ৯৯.৫% | — | বিজয়ী | |
২০০৭ | গুর্বাঙ্গুলি বের্দিমুহামেদু | ২৩,৫৭,১২০ | ৮৯.২৩% | — | বিজয়ী | |
২০১২ | ২৮,০৬,২৬৫ | ৯৭.১৪% | — | বিজয়ী | ||
২০১৭ | ৩০,৯০,৬১০ | ৯৭.৬৯% | — | বিজয়ী | ||
২০২২ | সের্দার বের্দিমুহামেদু | ২৪,৫২,৭০৫ | ৭২.৯৭% | — | বিজয়ী |
বিধানসভা বা গণপরিষদ হলো ১২৫-সদস্যের একটি আইনসভা যা আনুষ্ঠানিকভাবে তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতির নেতৃত্বে কাজ করে। তুর্কমেনিস্তানের রাজনৈতিক জীবনের অন্য সকল দিক থেকে অভিন্ন টিডিপি সংখ্যাগরিষ্ঠ আসন ধারণ করে, কিন্তু অভিযোগ আছে যে ২০১০-র দশকের শুরুতে প্রতিষ্ঠিত "বহুদলীয় ব্যবস্থা" শুধুমাত্র টিডিপির প্রতি অনুগত দলগুলো নিয়েই গঠিত। গণপরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে।
নির্বাচন | দলনেতা | ভোট | % | আসন | +/– | অবস্থান | সরকার গঠন |
---|---|---|---|---|---|---|---|
১৯৯৪ | সাপারমিরাত নিয়াজু | ২০,০৮,৭০১ | ১০০% | ৫০ / ৫০
|
নতুন | ১ম | একমাত্র বৈধ দল |
১৯৯৯ | ২২,২৪,৫৭৩ | ১০০% | ৫০ / ৫০
|
০ | ১ম | একমাত্র বৈধ দল | |
২০০৪ | ১৯,১৫,০০০ | ১০০% | ৫০ / ৫০
|
০ | ১ম | একমাত্র বৈধ দল | |
২০০৮ | গুর্বাঙ্গুলি বের্দিমুহামেদু | ২৬,৯৪,৬৫৮ | ১০০% | ১২৫ / ১২৫
|
৭৫ | ১ম | একমাত্র বৈধ দল |
২০১৩ | কাসিমগুলি বাবাইউ | ৩৭.৬% | ৪৭ / ১২৫
|
৭৮ | ১ম | জোট | |
২০১৮ | ৫৫ / ১২৫
|
৮ | ১ম | জোট | |||
২০২৩ | আতা সের্দারু | ৬৫ / ১২৫
|
১০ | ১ম | সংখ্যাগরিষ্ঠ |