তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি | |
---|---|
Türkmenistanyň prezidenti | |
![]() তুর্কমেনিস্তানের জাতীয় প্রতীক | |
![]() তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতির পতাকা | |
সম্বোধনরীতি | জনাব রাষ্ট্রপতি (অনানুষ্ঠানিক) Distinguished President of Turkmenistan (আনুষ্ঠানিক) মহামান্য[১] (কুটনৈতিক) |
ধরন | রাষ্ট্রপ্রধান সরকার প্রধান |
এর সদস্য | • মন্ত্রিপরিষদ • রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ • স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রমণ্ডলের রাষ্ট্রপ্রধান পরিষদ |
বাসভবন | ওগুজখান রাষ্ট্রপতি প্রাসাদ |
আসন | আশগাবাত |
নিয়োগকর্তা | প্রত্যক্ষ ভোট |
মেয়াদকাল | ৭ বছর, পুনঃনির্বাচনযোগ্য |
গঠন | ২ নভেম্বর ১৯৯০ (সোভিয়েত তুর্কমেনিস্তান) ২৭ অক্টোবর ১৯৯১ (তুর্কমেনিস্তান) |
প্রথম | সাপারমুরাত নিয়াজভ |
পরবর্তী | তুর্কমেনিস্তান গণপরিষদের সভাপতি |
ডেপুটি | তুর্কমেনিস্তানের উপরাষ্ট্রপতি |
বেতন | ১০,৮০০ মার্কিন ডলার বাৎসরিক[২] |
তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি (তুর্কমেন: Türkmenistanyň prezidenti), আনুষ্ঠানিক নাম তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদের চেয়ারম্যান, হলেন তুর্কমেনিস্তানের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। রাষ্ট্রপতি তুর্কমেনিস্তানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার এবং একইসাথে রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের প্রধান।
সের্দার বের্দিমুহামেদু হলেন তুর্কমেনিস্তানের বর্তমান রাষ্ট্রপতি, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির সাথে দেশটির স্বাধীনতা লাভের পর থেকে দেশের ইতিহাসে তিনি তৃতীয়। তিনি তাঁর পিতা গুর্বাঙ্গুলি বের্দিমুহামেদুর স্থলাভিষিক্ত হন যখন ১৫ শাসনামল শেষে ২০২২ সালে তিনি পদত্যাগ করেন। তিনিই প্রথম রাষ্ট্রপতি যিনি এ ধরনের কাজ করেন। ২০২২ সালের নির্বাচনে বের্দিমুহামেদু অন্য নয়জন প্রার্থীর বিপরীতে দেশের প্রত্যক্ষ ভোটের ৭২.৯৭% পেয়েছিলেন।[৩] দেশটির আইনসভা ২০১৬ সালে রাষ্ট্রপতি পদের মেয়াদ সীমা দূর করে এবং ৭০ বছরের বয়সসীমা দূর করে, সেইসাথে মেয়াদ পাঁচ থেকে সাত বছর পর্যন্ত বর্ধিত করে।[৪]
তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি পদপ্রার্থীদের জন্য বিধিমালার মধ্যে নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে:[৫]
তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতির ক্ষমতা তুর্কমেন সংবিধানের ৫৭ নং অনুচ্ছেদ অনুসারে সমাপ্ত হতে পারে:
রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হলে আইনসভার চেয়ারম্যানকে আইনত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হয় এবং এই ঘটনার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এমনটা কখনোই ঘটেনি; ২০০৬ সালে যখন পদে থাকাকালেই নিয়াজভের মৃত্যুর কারণে তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি পদ একবারই কেবল পদশূন্য হয়েছিল, তখন তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ এই ভিত্তিতে মন্ত্রিসভার প্রথম উপচেয়ারম্যানের কাছে রাষ্ট্রপতি হিসাবে কাজ করার অধিকার হস্তান্তর করে। একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার নেই এমন বিধিবিধানটিও বাদ দেওয়া হয়েছিল।
ওগুজখান রাষ্ট্রপতি প্রাসাদ হলো আশগাবাতের স্বাধীনতা চত্বরে অবস্থিত রাষ্ট্রপতির প্রধান বাসভবন/কর্মস্থল। প্রাসাদের বিভিন্ন হলগুলি বিদেশি নেতাদের অভ্যর্থনা জানাতে এবং রাষ্ট্রপতির ডিক্রি স্বাক্ষরের জন্য ব্যবহৃত হয়। প্রাক্তন রাষ্ট্রপতি সাপারমুরাত নিয়াজভ আশগাবাতের বাইরে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত শহর আরশাবিলে একটি সরকারি বাসভবনে একটি ব্যক্তিগত বাসভবনের মালিক ছিলেন।[৬]
নং | নাম (জন্ম ও মৃত্যু) |
চিত্র | পদ গ্রহণ | পদ ত্যাগ | মেয়াদকাল | নির্বাচন | রাজনৈতিক দল | |
---|---|---|---|---|---|---|---|---|
১ | সাপারমুরাত নিয়াজভ (১৯৪০–২০০৬) |
![]() |
২ নভেম্বর ১৯৯০ | ২১ ডিসেম্বর ২০০৬ (পদে থাকাকালেই মৃত্যু) |
১৬ বছর, ৪৯ দিন | ১৯৯০ | কমিউনিস্ট | |
১৯৯২ | ডেমোক্রেটিক | |||||||
- | গুর্বাঙ্গুলি বের্দিমুহামেদু (১৯৫৭–) |
![]() |
২১ ডিসেম্বর ২০০৬ | ১৪ ফেব্রুয়ারি ২০০৭ | ৫৫ দিন | _ | ডেমোক্রেটিক | |
২ | ১৪ ফেব্রুয়ারি ২০০৭ | ১৯ মার্চ ২০২২ (অবসর) |
১৭ বছর, ৩৫৮ দিন | ২০০৭ ২০১২ | ||||
২০১৭ | নির্দলীয় | |||||||
৩ | সের্দার বের্দিমুহামেদু (১৯৮১–) |
![]() |
১৯ মার্চ ২০২২ | ক্ষমতাসীন | ২ বছর, ৩২৪ দিন | ২০২২ | ডেমোক্রেটিক |