তুলুন পাল্লোসেওরা

তুলুন পাল্লোসেওরা
ডাকনামতেপসি
প্রতিষ্ঠিত১৯২২; ১০৩ বছর আগে (1922)[]
মাঠভেরিতাস স্তাদিওন
ধারণক্ষমতা৮,০৭২
সভাপতিফিনল্যান্ড ইয়ুজো পেরাহো
ম্যানেজারফিনল্যান্ড তোমি পিক্কারাইনেন
লিগভেইক্কাউসলিগা
২০১৯২য় (উত্তীর্ণ)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

তুলুন পাল্লোসেওরা (ফিনীয়: Turun Palloseura; এছাড়াও টিপিএস নামে পরিচিত) হচ্ছে তুরকু ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। টিপিএস তাদের সকল হোম ম্যাচ তুরকুর ভেরিতাস স্তাদিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৮,০৭২।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তোমি পিক্কারাইনেন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইয়ুজো পেরাহো। ফিনীয় রক্ষণভাগের খেলোয়াড় সামি রাহমোনেন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, টিপিএস এপর্যন্ত ১২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৮টি ভেইক্কাউসলিগা, ৩টি ফিনীয় কাপ এবং ১টি ফিনীয় লীগ কাপ শিরোপা রয়েছে।

অর্জন

[সম্পাদনা]
বিজয়ী (৮): ১৯২৮, ১৯৩৯, ১৯৪১, ১৯৪৯, ১৯৬৮, ১৯৭১, ১৯৭২, ১৯৭৫
বিজয়ী (৩): ১৯৯১, ১৯৯৪, ২০১০
বিজয়ী (১): ২০১২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Seura | Historia"Official website of Turun Palloseura (Finnish ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৮ 
  2. "TPS News"। fc.tps.fi। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-১২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:তুলুন পাল্লোসেওরা টেমপ্লেট:ভেইক্কাউসলিগা