তৃতীয় ইয়াজদিগার্দ | |
---|---|
পারস্যের শাহেনশাহ | |
![]() তৃতীয় ইয়াজদিগার্দের শাসনামলের মুদ্রা | |
রাজত্ব | ১৬ই জুন ৬৩২ খ্রিষ্টাব্দ – ৬৫১ খ্রিষ্টাব্দ |
পূর্বসূরি | বুরানদাখত |
উত্তরসূরি | কার্যালয় বিলুপ্ত |
জন্ম | ৬২৪ খ্রিষ্টাব্দ |
মৃত্যু | ৬৫১ খ্রিষ্টাব্দ (২৭ বছর বয়স) মার্ভ |
বংশধর | তৃতীয় পেরোজ (তৃতীয় ইয়াজদিগার্দের সিংহাসনের ওয়ারিশ যিনি পরবর্তীতে ট্যাং চীনের একজন সেনাপতি হন) ইজদান্দাদ (ইয়াজাদ্দাদ) |
রাজবংশ | সসনিয়ন রাজবংশ |
পিতা | শাহরিয়ার |
মাতা | অজানা এক মহিলা, শাহরিয়ারের স্ত্রী |
ধর্ম | জরথুষ্ট্রীয় |
তৃতীয় ইয়াজদিগার্দ (ফারসি: یزدگرد سوم) (ইয়াজদিগার্দ শব্দের অর্থ “দেবতার সৃষ্টি”) ছিলেন পারস্যের সাসানীয় সাম্রাজ্যের অষ্টাত্রিংশ ও শেষ জরথুষ্ট্রীয় সম্রাট (ইরানের সর্বশেষ সম্রাট হচ্ছেন মুহাম্মদ রেজা শাহ পাহলভী)।[১] তিনি ৬৩২ খ্রিষ্টাব্দ থেকে ৬৫১ খ্রিষ্টাব্দ পর্যন্ত পারস্য সাম্রাজ্যের সম্রাট ছিলেন। তার পিতার নাম ছিল শাহরিয়ার যিনি ছিলেন সম্রাট দ্বিতীয় খসরুর এক পুত্র।[২] সম্রাট তৃতীয় ইয়াজদিগার্দের শাসনামলে পারস্য সাম্রাজ্য অনেক দুর্বল হয়ে উঠে। ইয়াজদিগার্দের সিংহাসন আরোহণের এক বছর পর পারস্য সাম্রাজ্যে মুসলিম আরবরা খলিফা আবু বকর (رضي الله عنه)-এর অধীনে সামরিক অভিযান চালায়। ৬৫১ খ্রিষ্টাব্দে খলিফা ওমর ইবনে আল-খাত্তাব (رضي الله عنه)-এর শাসনামলে তৃতীয় ইয়াজদিগার্দের পতন হয়, যার ফলে পারস্য সাম্রাজ্য ইসলামী খিলাফতের অধীনে আসে।