তৃতীয় বিগ্রহপাল | |
---|---|
পাল সাম্রাজ্য | |
রাজত্ব | ১০৫৫–১০৭০ |
পূর্বসূরি | ন্যায়পাল |
উত্তরসূরি | দ্বিতীয় মাহিপাল |
দাম্পত্য সঙ্গী | ইয়ুভানস রাষ্ট্রকূটের রাজকন্যা[১] |
বংশধর | প্রহাসিতারাজা দ্বিতীয় মহিপাল দ্বিতীয় শুরাপাল রামপাল |
পিতা | নয়পালা |
ধর্ম | বৌদ্ধধর্ম |
তৃতীয় বিগ্রহপাল(১০৫৫ - ১০৭০ খ্রিস্টাব্দ) ছিলেন বাংলার পাল সাম্রাজ্যের নয়পালের উত্তরসূরি এবং দ্বাদশতম পাল রাজা হিসেবে তিনি ১৫ বছর রাজত্ব করেন। তাঁর পরবর্তী পাল রাজা ছিলেন দ্বিতীয় মহীপাল। [২]
তৃতীয় বিগ্রহপালের রাজত্বকালে কালচুরি রাজা কর্ণ আবারও বাংলা আক্রমণ করলেও পরাজিত হন। এই যুদ্ধ একটি শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয় এবং তৃতীয় বিগ্রহপাল কর্ণের কন্যা যৌবনশ্রীকে বিবাহ করেন।[৩] তৃতীয় বিগ্রহপাল পরে আক্রমণকারী চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের কাছে পরাজিত হন। বিক্রমাদিত্য ষষ্ঠের আক্রমণে দক্ষিণ ভারত থেকে বাংলায় বেশ কিছু সৈন্যকে দেখা যায়, যা পরবর্তীকালে বাংলায় সেন রাজবংশের উত্থান ঘটায়। বিগ্রহপাল তৃতীয় উড়িষ্যার সোমবংশী রাজা মহাশিবগুপ্ত ইয়াতির নেতৃত্বে আরেকটি আক্রমণের সম্মুখীন হন। পরবর্তীকালে, একের পর এক আক্রমণ পালদের ক্ষমতাকে ভীষণভাবে খর্ব করে। বর্মণরা তার রাজত্বকালে পূর্ব বাংলা দখল করে। উদীয়মান সেন রাজবংশ রাঢ় অঞ্চলকে পালদের কাছ থেকে ছিনিয়ে নেয়, এই অঞ্চলে তাদের ক্ষমতার পতন শুরু করে।
তিনি ১০৭০ সালে দ্বিতীয় মহীপাল থেকে শুরু করে তার তিন পুত্রের দ্বারা দ্রুত উত্তরাধিকারী হন।[৪] বনগাঁ তাম্রশাসন দ্বারা প্রহসীতারাজ নামে আরেকটি পুত্রের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছিল। যদিও এই রাজপুত্র সিংহাসনে আরোহণ করেননি, তিনি তার পিতার শাসনামলে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[৫]