![]() ২০২২ সালে এসি মিলান-এর সাথে এরনঁদেজ | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | তেও বার্নার্ড ফ্রাঙ্কোজ হার্নানদেজ[১] | ||
জন্ম | [২] | ৬ অক্টোবর ১৯৯৭||
জন্ম স্থান | মার্সেই, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৮৪ মিটার[২] | ||
মাঠে অবস্থান | লেফ্ট ব্যাক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | এসি মিলান | ||
জার্সি নম্বর | ১৯ | ||
যুব পর্যায় | |||
২০০৬–২০০৭ | রাও মাজাডাহোন্ডা | ||
২০০৭–২০১৫ | আতলেতিকো মাদ্রিদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৭ | আল্টেন্টিকো মাদ্রিদ বি | ৯ | (০) |
২০১৬–২০১৭ | → আলাবেস (ধারে) | ৩২ | (১) |
২০১৭–২০১৯ | রিয়াল মাদ্রিদ | ১৩ | (০) |
২০১৮–২০১৯ | → রিয়াল সোসিয়েদাদ (ধার) | ২৪ | (১) |
২০১৯– | এসি মিলান | ৯৮ | (১৮) |
জাতীয় দল‡ | |||
২০১৫ | ফ্রান্স অনূর্ধ্ব-১৮ | ৪ | (০) |
২০১৫–২০১৬ | ফ্রান্স অনূর্ধ্ব-১৯ | ৯ | (০) |
২০১৬ | ফ্রান্স অনূর্ধ্ব-২০ | ৩ | (১) |
২০২১– | ফ্রান্স | ৭ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭:০৬, ২৩ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০ জুন ২০২২ তারিখ অনুযায়ী সঠিক। |
তেও বার্নার্ড ফ্রাঙ্কোজ হার্নানদেজ (জন্ম ৬ অক্টোবর ১৯৯৭), সাধারনত তেও হিসেবেও পরিচিত, হলেন একজন ফরাসী পেশাদার ফুটবলার, যিনি ইতালির ফুটবলের শীর্ষ স্তর সেরিয়ে আ ক্লাব এসি মিলান এবং ফ্রান্স ফুটবল দলের একজন লেফ্ট ব্যাক হিসেবে খেলে থাকেন।[৩]
জন্ম ফ্রান্সের মার্সেলি শহরে, ২০০৮ সালে তেও স্পেনীয় ফুটবল ক্লাব আতলেতিকো মাদ্রিদ এর কিশোর বিভাগে যোগদান করেন, তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর।[৪] কিশোর বিভাগে খেলার মাধ্যমে তার খেলার উন্নতি করার পর, ২০১৫ সালের গ্রীষ্মের, তাকে আটলেন্টিকো মাদ্রিদ বি-তে উন্নিত করা হয় (যা হল ক্লাবটির ভবিষ্যতে জন্য সংরক্ষিত খেলোয়াড়দের নিয়ে তৈরী দল) এবং স্পেনীয় চতুর্থ বিভাগীয় লিগ তের্সেরা ডিভিশন-এ খেলানোর সুযোগ দেয়া হয়।
২০১৭ সালের ৫ই জুলাই, তেও ২০১৭-১৮ মৌসুমে জনপ্রিয় স্পেনীয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ-এ চলে আসেন, তাদের সাথে তিনি পরবর্তী ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ হন।[৫][৬] একই বছরের ১৬ই আগস্ট তিনি ক্লাবটির হয়ে অভিষিক্ত হন, সেদিন তিনি অ্যাটাকিং মিডফিল্ডার মার্কো অ্যাসেন্সিও-এর পরিবর্তে মাঠে নামেন, যে খেলাটি ছিল ২০১৭ সালে বার্সেলোনার বিপক্ষে হওয়া সুপারকোপা দ্য এসপানা ম্যাচ এবং যেটিতে তারা ঘরের মাঠে ২-০ গোলে জিতে নেয়।
১০ আগস্ট ২০১৮ সালে হার্নানদেজকে রিয়াল সোসিয়েদাদে লোনে পাঠায় রিয়াল মাদ্রিদ।[৭]
৭ জুলাই ২০১৯ সালে হার্নানদেজ আনুষ্ঠানিকভাবে সেরিয়ে আ ক্লাব এসি মিলানে যোগ দেন ২০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে।[৮] এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনি তাকে বিশেষভাবে দলে যোগদানের অনুরোধ জানালে হার্নানদেজ রাজি হোন। একই বছরের ২১ সেপ্টেম্বর এসি মিলানের হয়ে তার অভিষেক হয় নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের বিপক্ষে।
২০২২ এর জুলাইতে এসি মিলানের অধিনায়ক আলেসিও রোমানিওলি দল ছেড়ে লাৎসিয়োতে যোগদান করায় ২০২২-২৩ মৌসুম হতে সহ-অধিনায়ক নির্বাচিত হন হার্নানদেজ।
তেও'র পিতা, জিয়ান-ফ্রাঙ্কোজ 'ও, একজন ফুটবলার ছিলেন। তিনিও একজন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে তার পূর্বের ক্লাব আটলেন্টিকো মাদ্রিদের হয়ে খেলেছেন।[৯] তার বড় ভাই লুকাস'ও একজন ডিফেন্ডার হিসেবে জার্মান বুন্দেসলিগা ক্লাব বায়ার্ন মিউনিখে খেলে পরিপক্কতা লাভ করেছেন।[১০]
ক্লাব | সিজন | লিগ | কাপ | বৈদেশিক | অন্যান্য | সর্বমোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
আটলেন্টিকো মাদ্রিদ বি | ২০১৫–১৬ | তের্সেরা ডিভিশন | ৯ | ০ | — | ১ | ০ | ১০ | ০ | |||
আলাবেস (ধারে) | ২০১৬–১৭ | লা লিগা | ৩২ | ১ | ৬ | ১ | — | — | ৩৮ | ২ | ||
রিয়াল মাদ্রিদ | ২০১৭–১৮ | লা লিগা | ৫ | ০ | ৬ | ০ | ৩ | ০ | ১ | ০ | ১৫ | ০ |
খেলোয়াড়ী জীবনে সর্বমোট | ৪৬ | ১ | ১২ | ১ | ৩ | ০ | ২ | ০ | ৬৩ | ২ |