তেনকাশী জেলা

তেনকাশী জেলা
তামিলনাড়ুর জেলা
কোর্টালাম জলপ্রপাত, তেনকাশী জেলা
কোর্টালাম জলপ্রপাত, তেনকাশী জেলা
তামিলনাড়ুতে অবস্থান
তামিলনাড়ুতে অবস্থান
দেশভারত ভারত
রাজ্য তামিলনাড়ু
বৃহত্তম শহরতেনকাশী
পৌরসভাতেনকাশী
প্রতিষ্ঠিত২২ নভেম্বর ২০১৯
প্রতিষ্ঠাতাএডাপদী কে। পালানিস্বামী
আসনতেনকাশী
Talukasকদয়নাল্লুর
তেনকাশী
শঙ্কারানকোভিল
শেনকোত্তাই তালুক
শিবগিরি
বীরেরালামপুথুর
আলঙ্গুলাম
তিরুভেঙ্গাদাম
সরকার
 • ধরনজেলা প্রশাসন
 • শাসকতেনকাশী জেলা কালেক্টরেট
 • কালেক্টরএস গোপাল সুন্দর রাজ, আই.এ.এস.
আয়তন[]
 • মোট২,৯১৬.১৩ বর্গকিমি (১,১২৫.৯২ বর্গমাইল)
জনসংখ্যা []
 • মোট১৪,০৭,৬২৭
 • জনঘনত্ব৪৮০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল)
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
যানবাহন নিবন্ধনটিএন৭৬ ও টিএন ৭৬এ এবং টিএন৭৯
ওয়েবসাইটtenkasi.nic.in

তেনকাশী, ভারতের তামিলনাড়ুর ৩৮টি জেলার মধ্যে একটি, ২২ নভেম্বর ২০১৯ তারিখে তিরুনেলভেলি জেলা থেকে এই জেলার উৎপত্তি হয়েছে। তামিলনাড়ু সরকার ১৮ জুলাই ২০১৮ তারিখে এটি তৈরির ঘোষণা দেয়। এর জেলা সদর দফতর তেনকাশীতে[]

ভূগোল

[সম্পাদনা]

জেলার দক্ষিণে তিরুনেলভেলি জেলা, উত্তরে বিরুধুনগর জেলা, পূর্বে থুথুকুডি জেলা এবং পশ্চিমে কেরালা রাজ্যের কোল্লাম জেলা এবং পত্তনমতিট্টা জেলার অবস্থিত।

কালেক্টরদের তালিকা

[সম্পাদনা]
ক্র নং নাম হতে পর্যন্ত
জি কে অরুণ সুন্দর থাইলান, আইএএস ২২-১১-২০১৯ ১৫-১১-২০২০
জিএস সমীরন, আইএএস ১৫-১১-২০২০ ১৫-০৬-২০২১
এস গোপাল সুন্দর রাজ, আইএএস ১৬-০৬-২০২১

রাজনীতি

[সম্পাদনা]

টেনকাসি বিধানসভা কেন্দ্র তেনকাসি লোকসভা কেন্দ্রের অংশ। তেনকাসি তামিলনাড়ুর লোকসভা (ভারতের সংসদীয়) আসন। আসনটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত। [][]

সংসদীয় নির্বাচনী এলাকা

[সম্পাদনা]
  সমাবেশ নির্বাচনী এলাকা জন্য সংরক্ষিত
(এসসি/এসটি/কেউ নয়)
লোকসভা তেনকাশী এসসি

তামিলনাড়ু বিধানসভা কেন্দ্র

[সম্পাদনা]
  নির্বাচনী এলাকার নাম জন্য সংরক্ষিত
(এসসি/এসটি/কেউ নয়)
শঙ্করনকভিল এসসি
2 বাসুদেবনাল্লুর এসসি
3 কদয়নাল্লুর কোনটিই নয়
4 টেনকসি কোনটিই নয়
5 আলঙ্গুলাম কোনটিই নয়

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 8 தாலுகாக்களுடன் உதயமானது தென்காசி மாவட்டம் (তামিল ভাষায়)। News7 Tamil। ২২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৯ 
  2. Special Correspondent (২০১৯-০৭-১৮)। "Tenkasi, Chengalpattu to become new districts"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৮ 
  3. "List of Parliamentary and Assembly Constituencies" (PDF).
  4. "List of Parliamentary and Assembly Constituencies" (পিডিএফ)Tamil Nadu। Election Commission of India। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-১৩