তেনকাশী জেলা | |
---|---|
তামিলনাড়ুর জেলা | |
তামিলনাড়ুতে অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
বৃহত্তম শহর | তেনকাশী |
পৌরসভা | তেনকাশী |
প্রতিষ্ঠিত | ২২ নভেম্বর ২০১৯ |
প্রতিষ্ঠাতা | এডাপদী কে। পালানিস্বামী |
আসন | তেনকাশী |
Talukas | কদয়নাল্লুর তেনকাশী শঙ্কারানকোভিল শেনকোত্তাই তালুক শিবগিরি বীরেরালামপুথুর আলঙ্গুলাম তিরুভেঙ্গাদাম |
সরকার | |
• ধরন | জেলা প্রশাসন |
• শাসক | তেনকাশী জেলা কালেক্টরেট |
• কালেক্টর | এস গোপাল সুন্দর রাজ, আই.এ.এস. |
আয়তন[১] | |
• মোট | ২,৯১৬.১৩ বর্গকিমি (১,১২৫.৯২ বর্গমাইল) |
জনসংখ্যা [১] | |
• মোট | ১৪,০৭,৬২৭ |
• জনঘনত্ব | ৪৮০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
যানবাহন নিবন্ধন | টিএন৭৬ ও টিএন ৭৬এ এবং টিএন৭৯ |
ওয়েবসাইট | tenkasi |
তেনকাশী, ভারতের তামিলনাড়ুর ৩৮টি জেলার মধ্যে একটি, ২২ নভেম্বর ২০১৯ তারিখে তিরুনেলভেলি জেলা থেকে এই জেলার উৎপত্তি হয়েছে। তামিলনাড়ু সরকার ১৮ জুলাই ২০১৮ তারিখে এটি তৈরির ঘোষণা দেয়। এর জেলা সদর দফতর তেনকাশীতে। [২]
জেলার দক্ষিণে তিরুনেলভেলি জেলা, উত্তরে বিরুধুনগর জেলা, পূর্বে থুথুকুডি জেলা এবং পশ্চিমে কেরালা রাজ্যের কোল্লাম জেলা এবং পত্তনমতিট্টা জেলার অবস্থিত।
ক্র নং | নাম | হতে | পর্যন্ত |
---|---|---|---|
১ | জি কে অরুণ সুন্দর থাইলান, আইএএস | ২২-১১-২০১৯ | ১৫-১১-২০২০ |
২ | জিএস সমীরন, আইএএস | ১৫-১১-২০২০ | ১৫-০৬-২০২১ |
৩ | এস গোপাল সুন্দর রাজ, আইএএস | ১৬-০৬-২০২১ |
টেনকাসি বিধানসভা কেন্দ্র তেনকাসি লোকসভা কেন্দ্রের অংশ। তেনকাসি তামিলনাড়ুর লোকসভা (ভারতের সংসদীয়) আসন। আসনটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত। [৩][৪]
সমাবেশ | নির্বাচনী এলাকা | জন্য সংরক্ষিত (এসসি/এসটি/কেউ নয়) | |
---|---|---|---|
ঘ | লোকসভা | তেনকাশী | এসসি |
নির্বাচনী এলাকার নাম | জন্য সংরক্ষিত (এসসি/এসটি/কেউ নয়) | |
---|---|---|
ঘ | শঙ্করনকভিল | এসসি |
2 | বাসুদেবনাল্লুর | এসসি |
3 | কদয়নাল্লুর | কোনটিই নয় |
4 | টেনকসি | কোনটিই নয় |
5 | আলঙ্গুলাম | কোনটিই নয় |