তোচি রায়না | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | দরভঙ্গ, বিহার,[১] ভারত | ২ সেপ্টেম্বর ১৯৭১
ধরন | সুফি,[২] চলচ্চিত্রের সঙ্গীত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত |
পেশা | নেপথ্য সঙ্গীতশিল্পী, সুরকার |
বাদ্যযন্ত্র | কণ্ঠ |
তোচি রায়না (জন্ম ২ সেপ্টেম্বর ১৯৭১) হলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, সুরকার ও দার্শনিক। তিনি হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ প্রদানের জন্য সর্বাধিক পরিচিত।[২][৪] তার গাওয়া উল্লেখযোগ্য গানসমূহ হল ওয়েক আপ সিড (২০০৭) চলচ্চিত্রের "ইকতারা", শোর ইন দ্য সিটি (২০১১) চলচ্চিত্রে শ্রেয়া ঘোষালের সাথে দ্বৈত গান "সাইবো", ভিন্ডি বাজার (২০১১) চলচ্চিত্রের "মালদার কি জেব", ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩) চলচ্চিত্রের "কবিরা", এবং এবং নো ওয়ান কিলড জেসিকা চলচ্চিত্রের "আলি রে"। তিনি তোচিনামা নামে একটি অ্যালবাম রেকর্ড করেন, এতে "সাইয়াঁ", "জামুরা" ও "আকেলা" শীর্ষক তিনটি গান রয়েছে।[৫]
তোচি রায়না বিহারের দরভঙ্গে এক কাশ্মীরি পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা হলেন সাহিব ও সুরজিৎ কুমার রায়না। তার পূর্বপুরুষেরা পাঞ্জাবের লাহোরের অধিবাসী ছিলেন।[১] রায়নার পিতা সরকারি কর্মকর্তা ছিলেন এবং তার কর্মস্থল ছিল নেপাল। ফলে রায়না নেপালের একটি বিদ্যালয়ে পড়াশোনা করেন।[৬]
প্রদানের বছর |
পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
---|---|---|---|---|
২০১৪ | গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক পুরকার | শ্রেষ্ঠ দ্বৈত গান | "কবিরা" (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি) (যৌথভাবে রেখা ভারদ্বাজের সাথে) |
বিজয়ী |
শ্রেষ্ঠ নেপথ্য কণ্ঠশিল্পী - পুরুষ | "কবিরা" (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি) | মনোনীত | ||
মির্চি সঙ্গীত পুরস্কার | সমালোচক পুরস্কার - সুফি ঘরানার গান | "কবিরা" (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি) (যৌথভাবে প্রীতম চক্রবর্তী, অমিতাভ ভট্টাচার্য ও রেখা ভারদ্বাজের সাথে) | ||
আইবিএনলাইভ মুভি পুরস্কার | জনপ্রিয় পুরস্কার - শ্রেষ্ঠ নেপথ্য কণ্ঠশিল্পী (পুরুষ) | "কবিরা" (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি) |