ত্রিকেন্দ্রী পরকলা, ত্রিমুখী পরকলা বা ইংরেজি পরিভাষায় ট্রাইফোকাল লেন্স (Trifocal Lens) হচ্ছে একধরনের পরকলা যুক্ত চশমা যেটি তিন ধরনের পরকলার সমন্বয়ে গঠিত (দূর, মধ্যবর্তী বা সাধারণ এবং নিকট) এক ধরনের পরকলা বা লেন্স। যাদের দূরের এবং কাছের উভয় দৃষ্টি বিভ্রম বা ঝাপসা হয় তাদের দৃষ্টি সংশোধনের উদ্দেশ্যে এ পরকলা ব্যবহার করতে হয়।
জন আইজ্যাক হকিন্স ১৮২৪-২৭ খ্রিস্টাব্দের দিকে এটি তৈরী করেছিলেন। [১]
এটি তিনটি পরকলার সমন্বয়ে গঠিত পরকলা। দূরত্ব, মধ্যবর্তী এবং নিকট বা কাছে। উপরের অংশে দূরের বিভ্রম সংশোধন করে, মধ্যবর্তী অংশ মধ্যবর্তী দূরত্বের দৃষ্টি বজায় রাখে অথবা বিভ্রম থাকলে সংশোধন করে এবং নিচের নিকট বা কাছের অংশ কাছের দৃষ্টি বিভ্রম সংশোধন করে।
বর্তমানে ত্রিকেন্দ্রী পরকলা চশমার পরিবর্তে সরাসরি চোখে অভিক্ষেপে পরকলা ব্যবহার করতে বলা হয়। [২]
"Context of Keratoconus". Tuesday, 26 January 2021
"Contact lens for Astigmatism". Misaki. Retrieved 2019-12-21.
https://bn.forensicsciencetechniciandegree.com/through-focus-vision-performance-499225[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] https://bn.svetzdravlja.org/trifocal-lenses-4782