ত্রিধা চৌধুরী | |
---|---|
জন্ম | ২২ নভেম্বর, ১৯৯৩ (বয়স ২৬ বছর) |
শিক্ষা | স্কটিশ চার্চ কলেজ, এম পি বিড়লা ফাউন্ডেশন এইচ এস স্কুল |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৩–বর্তমান |
পরিচিতির কারণ | দেহলিজ |
ত্রিধা চৌধুরী একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ।তিনি মূলত বাংলা ও তেলুগু ছবিতে অভিনয় করেন। তিনি কলকাতা টাইমস ফ্রেশ ফেস ২০১১ খেতাব অর্জন করেছেন। [১] ২০১৩ সালে তিনি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মিশর রহস্য এর মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন। তিনি স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক দেহলিজ এ হর্ষাদ অরোরার বিপরীতে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন । যা ২০১৬ সালের ১৪ ই মার্চ সম্প্রচার শুরু হয়েছিল। সম্প্রতি তিনি একটি অনলাইন ওয়েব সিরিজ স্পটলাইট এ অভিনয় করেছিলেন। যেখানে তিনি প্রবীণ অভিনেতা আরিফ জাকারিয়ার সাথে কাজ করেছিলেন। [২]
তিনি এমপি বিড়লা ফাউন্ডেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তার পড়াশোনা শেষ করেন। তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে মাইক্রোবায়োলজি বিষয়ে অনার্স ডিগ্রি অর্জন করেন। [৩][৪]
বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
২০১৩ | মিশর রহস্য | রিনি | বাংলা | প্রথম সিনেমা |
২০১৪ | যদি লাভ না দিলে প্রাণে [৫] | আহেলি | ||
খাদ | মেঘনা | |||
২০১৫ | সূর্য ভার্সেস সূর্য | সানজানা | তেলুগু [৬] | তেলুগু সিনেমাতে আত্মপ্রকাশ |
মেরি ক্রিসমাস | রিয়া | বাংলা [৭] | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
২০১৬ | ক্ষত | সোহাগ | ||
২০১৮ | মনসুকু নাছিন্দি | নিকিতা | তেলুগু [৬] | |
২০১৯ | শেষ থেকে শুরু | বাংলা | ||
২০১৯ | সেভেন | প্রিয়া | তেলুগু / তামিল | |
২০১৯ | অনুকুন্নাদি ওকতী আয়ন্ধি ওকাতি | তেলুগু | ||
২০১৯ | চার্জশিট:দ্য শাটারলক মার্ডার | হিন্দি | ওয়েব সিনেমা | |
২০২০ | শামশেরা | ধাই | হিন্দি | চিত্রগ্রহণ চলছে |
বছর | প্রদর্শনী | ভূমিকা | চ্যানেল |
---|---|---|---|
২০১৬ | দেহলিজ | স্বাধীনতা রামকৃষ্ণণ | স্টার প্লাস [৮] |
২০১৭ | স্পটলাইট | সানা সান্যাল | ভিউ ইন্ডিয়া |
২০১৮ | সেই যে হলুদ পাখি | বৈদেহী | হইচই |
২০১৮ | দুলহা ওয়ান্টেড | আরতি | ইউটিউব |