ত্রিপুরা বাণী অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের ত্রিপুরা রাজ্য কমিটির বাংলা ভাষার মুখপত্র। ত্রিপুরা বানী একটি সাপ্তাহিক সংবাদপত্র। [১] এটি আগরতলা থেকে প্রকাশিত হয়। [২] ২০০৭ সালে এটি ৫,৮৯৫ অনুলিপি প্রচলনের দাবি করেছে।