এএফসি | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯১৬[১] |
সদর দপ্তর | ব্যাংকক, থাইল্যান্ড |
ফিফা অধিভুক্তি | ১৯২৫[১] |
এএফসি অধিভুক্তি | ১৯৫৪[২] |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | fathailand |
থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (থাই: สมาคมกีฬาฟุตบอลแห่งประเทศไทย ในพระบรมราชูปถัมภ์, ইংরেজি: Football Association of Thailand; এছাড়াও সংক্ষেপে এফএটি নামে পরিচিত) হচ্ছে থাইল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[৩] এই সংস্থাটি ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩৮ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে।[৪] এই সংস্থার সদর দপ্তর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত।
এই সংস্থাটি থাইল্যান্ডের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে থাই লিগ ১ এবং থাই নারী লিগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সোময়ত পুম্পানমুং এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পাতিত সুফাফংস।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | সোময়ত পুম্পানমুং |
সহ-সভাপতি | আদিসাক বেঞ্জাসিরিওয়ান |
সুপাসিন লিলারিত | |
লাকানানান লুক্সামিতানানান | |
সিরিমা ফানিচেওয়া | |
অনুপ সিংতোথং | |
সাধারণ সম্পাদক | পাতিত সুফাফংস |
কোষাধ্যক্ষ | |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | আমনয় নিম্মানো |
প্রযুক্তিগত পরিচালক | চার্লস রোমাগোসা |
ফুটসাল সমন্বয়কারী | আদিসাক বেঞ্জাসিরিওয়ান |
জাতীয় দলের কোচ (পুরুষ) | আকিরা নিশিনো |
জাতীয় দলের কোচ (নারী) | নারুয়েফন কায়েনসন |
রেফারি সমন্বয়কারী | চাতারিন মংকোলসিরি |