থানে

থানে
ठाणे
ঠাণে
শহর
থানে মহারাষ্ট্র-এ অবস্থিত
থানে
থানে
মহারাষ্ট্র, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ১৯°১২′ উত্তর ৭২°৫৮′ পূর্ব / ১৯.২° উত্তর ৭২.৯৭° পূর্ব / 19.2; 72.97
দেশ ভারত
রাজ্যমহারাষ্ট্র
জেলাথানে
উচ্চতা৯ মিটার (৩০ ফুট)
জনসংখ্যা (২০০১)
 • মোট১২,৬১,৫১৭
ভাষা
 • অফিসিয়ালমারাঠি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

থানে (ইংরেজি: Thane, মারাঠি: ठाणे ঠাণে) ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার একটি শহর ও পৌর কর্পোরেশনাধীন এলাকা।

ভৌগোলিক উপাত্ত

[সম্পাদনা]
থানে জেলা: আকর্ষণীয় স্থান সমূহ (১৮৯৬)

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ১৯°১২′ উত্তর ৭২°৫৮′ পূর্ব / ১৯.২° উত্তর ৭২.৯৭° পূর্ব / 19.2; 72.97[] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৯ মিটার (২৯ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে থানে শহরের জনসংখ্যা হল ১,২৬১,৫১৭ জন।[] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।

এখানে সাক্ষরতার হার ৭৮%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮২% এবং নারীদের মধ্যে এই হার ৭৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে থানে এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১২% হল ৬ বছর বা তার কম বয়সী।

ট্রান্সপোর্ট

[সম্পাদনা]

এশিয়ার সর্ব প্রথম যাত্রীবাহী রেলওয়ে ট্রেন থানে স্টেশনে থামে। থানে মূলত রেলওয়ে মাধ্যমে মুম্বাই শহর ও দেশের অন্যান্য শহরের সাথে যুক্ত। মুম্বাই থেকে কলকাতা, ভুবনেশ্বর, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, ত্রিবান্দম ও গোয়াগামী সব ট্রেন এই স্টেশন ছুঁয়ে যায়। মুম্বাই ট্রান্স হারবার লাইন থানে থেকে শুরু হয়ে ভাসি/নেরুল পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি এখানে মেট্রো সম্প্রসারণের প্রকল্প শুরু করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Thane"Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৩, ২০০৭ 
  2. "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৩, ২০০৭