থারপার্কার জেলা Tharparkar District ضلعو ٿرپارڪر | |
---|---|
জেলা | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | সিন্ধু |
রাজধানী | মিথি |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• মোট | ১৬,৪৯,৬৬১ |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+5) |
ওয়েবসাইট | www.tharparkar.com Tharparker District |
থারপার্কার জেলা (ধাতকি ضِلع تھرپارکر , উর্দু: ضِلع تھرپارکر ), পাকিস্তানের সিন্ধু প্রদেশের ৯টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। এটি ভূমি অঞ্চল দিক থেকে সিন্ধু প্রদেশের বৃহত্তম জেলা।[২] এটির রাজধানী শহরের নাম হচ্ছে মিঠি। সিন্ধুর অন্যান্য সব জেলার চেয়ে সবচেয়ে সর্বনিম্ন মানব উন্নয়ন সূচক এই জেলাতে লক্ষ্য করা যায়। থর হচ্ছে এলাকাটির সবথেকে উর্বর মরুভূমি এবং থরি সম্প্রদায়ের জীবিকা মুলত কৃষির উপর নির্ভর করে গড়ে উঠেছে।[৩] বিশ্বের একমাত্র উর্বর মরুভূমি হিসেবে থারপার্কার জেলা বিশেষভাবে সুপরিচিত।[৪]
জেলাটি প্রশাসনিকভাবে ৭টি তালুকা (তহসিল) নিয়ে গঠিত হয়েছে:[৫]
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)