থিয়েনমেন পর্বত | |
---|---|
天門山 | |
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ১,৫১৮.৬ মিটার (৪,৯৮২ ফুট) |
সুপ্রত্যক্ষতা | ১,৫১৮.৬ মিটার (৪,৯৮২ ফুট) |
স্থানাঙ্ক | ২৯°৩′৯.৬৫″ উত্তর ১১০°২৮′৫৮.৮″ পূর্ব / ২৯.০৫২৬৮০৬° উত্তর ১১০.৪৮৩০০০° পূর্ব |
ভূগোল | |
থিয়েনমেন পর্বত (সরলীকৃত চীনা: 天门山; ঐতিহ্যবাহী চীনা: 天門山; ফিনিন: Tiānmén Shān থিয়েনমেন শেন; "স্বর্গের দ্বার পর্বত") চীনের হুনান প্রদেশের উত্তর-পশ্চিমভাগে অবস্থিত থিয়েনমেন পর্বত জাতীয় উদ্যানে অবস্থিত একটি পর্বত। একটি ফরাসি প্রতিষ্ঠান ২০০৫ সালে চাংচিয়েচিয়ে রেলস্টেশন থেকে পর্বতটির উপর পর্যন্ত তারটানা গাড়ি (কেবলকার) নির্মাণ করে। এই তারটানা পথটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পর্যটকবাহী পার্বত্য তারটানা গাড়ির পথ। এটির দৈর্ঘ্য ৭,৪৫৫ মিটার এবং এতে ৯৮টি গাড়ি রয়েছে। তারটানা গাড়ির পথটি ১,২৭৯ মিটার উচ্চতা বিশিষ্ট। পর্বতের উপরে ওঠার জন্য হাঁটার পথ রয়েছে। পথটি ১১ কিলোমিটার দৈর্ঘ্যের এবং তাতে ৯৯টি বাঁক রয়েছে। পর্যটকরা এ পথ দিয়ে থিয়েনমেন গুহায়ও যেতে পারে। গুহাটি পর্বতের পৃষ্ঠে সৃষ্ট একটি প্রাকৃতিক গর্ত, যার উচ্চতা ১৩১.৫ মিটার (৪৩১ ফিট)।[১]
পর্বতের চূড়ায় একটি বড় মন্দির রয়েছে। এই মন্দিরে যাওয়ার জন্য রয়েছে ফুটপাত। থাং রাজবংশ এই মন্দিরটি তৈরি করেছিল। মন্দিরটিকে ঘিরে সাম্প্রতিককালে আরো নির্মাণ কাজ হয়েছে। সেখানে একটি নিরামিষাশীদের রেস্তোরাঁ রয়েছে।
২০১১ সালের সেপ্টেম্বরে মার্কিন বেজ জাম্পার ও স্কাই ডাইভার জেব করলিস থিয়েনমেন গুহার ভেতর দিয়ে গ্লাইডিং করেন। এক্ষেত্রে তিনি একটি উইংস্যুট ব্যবহার করেছিলেন। ৬,০০০ ফিট উচ্চতায় একটি হেলিকপ্টার থেকে লাফ দিয়ে তিনি গ্লাইডিং শুরু করেন।[২][৩] ওয়ার্ল্ড উইংস্যুট লীগ প্রথম ও দ্বিতীয় ওয়ার্ল্ড উইংস্যুট চ্যাম্পিয়নশিপ থিয়েনমেনে আয়োজন করে। ২০১৩ সালের অক্টোবরে দ্বিতীয় ওয়ার্ল্ড উইংস্যুট চ্যাম্পিয়নশিপে প্রশিক্ষণের সময় ভিক্টর কোভাটস নামের একজন স্কাই ডাইভার প্যারাশুট খুলতে না পারায় লাফ দেয়ার পরপরেই মৃত্যুবরণ করেন।[৪][৫]
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য);