থেও আঙ্গেলোপুলোস

থেও আঙ্গেলোপুলোস
২০০৯ সালে গ্রিসের অ্যাথেন্সে আঙ্গেলোপুলোস তাঁর চলচ্চিত্র দ্য ডাস্ট অভ টাইম নিয়ে আলোচনা করছেন।
জন্ম
থেওদোরোস আঙ্গেলোপুলোস

(১৯৩৫-০৪-২৭)২৭ এপ্রিল ১৯৩৫
মৃত্যু২৪ জানুয়ারি ২০১২(2012-01-24) (বয়স ৭৬)
মাতৃশিক্ষায়তন
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৬৫–২০১২
দাম্পত্য সঙ্গীPhoebe Economopoulou (1980–2012; his death)
সন্তান3
পিতা-মাতা
  • Spyros Angelopoulos (পিতা)
পুরস্কারপাল্ম দর (১৯৯৮)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

থেওদোরোস "থেও" আঙ্গেলোপুলোস (গ্রিক: Θεόδωρος Αγγελόπουλος; ২৭শে এপ্রিল, ১৯৩৫ – ২৪শে জানুয়ারি, ২০১২) গ্রিক চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও চলচিত্র প্রযোজক। তিনি ১৯৭৫ সালের পর থেকে গ্রিক শৈল্পিক চলচ্চিত্র শিল্পজগতে প্রাধান্য বিস্তার করেন।[] গ্রিসের বাইরেও তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও ব্যাপকভাবে সম্মানিত চলচ্চিত্র নির্মাতাদের একজন ছিলেন।[][][] তিনি ১৯৬৭ সালে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। ১৯৭০-এর দশকে তিনি আধুনিক গ্রিসের উপরে ধারাবাহিকভাবে কয়েকটি রাজনৈতিক চলচ্চিত্র নির্মাণ করেন।

মার্কিন চলচ্চিত্র পরিচালক মার্টিন স্করসেজি বলেছেন যে আঙ্গেলোপুলোস একজন ওস্তাদ চলচ্চিত্র নির্মাতা। অতিসূক্ষ্ম নড়াচড়া, দূরত্বের সূক্ষ্ম পরিবর্তন, দীর্ঘ দৃশ্যগ্রহণ ও জটিল, সাবধানে নির্মিত দৃশ্য হল তার চলচ্চিত্রগুলির কিছু বৈশিষ্ট্য। তাঁর চলচ্চিত্র নির্মাণ পদ্ধতিকে প্রায়শই "নিরন্তর প্রবাহের ন্যায়" ও "সম্মোহক" হিসেবে বর্ণনা করা হয়েছে।[][] আঙ্গেলোপুলোস বলেছেন যে তাঁর দৃশ্যগ্রহণে "দেশ-কাল একাকার হয়ে যায়", আর ঘটনা বা সঙ্গীতের ভেতরে যতিগুলি সামগ্রিক আবহ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ।[]

১৯৯৮ সালে তাঁর চলচ্চিত্র ইটার্নিটি অ্যান্ড আ ডে সে বছরের কান চলচ্চিত্র উৎসবের ৫১ তম সংস্করণে পাল্ম দর অর্থাৎ সোনালী পামপাতা জেতে। তাঁর চলচ্চিত্রগুলি বিশ্বের বহু উচ্চমার্গীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে থাকে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Merry 2004, পৃ. 145।
  2. Horton 1999, preface।
  3. Malcolm 2000
  4. Thomson 2002, পৃ. 21–22।
  5. Horton 1999, back cover।
  6. Fainaru 2001, p.87।
  7. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; IMDb-TA-a নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি