থেনড্রালে এন্নাই থোডু | |
---|---|
![]() | |
পরিচালক | সি. ভি. শ্রীধর |
প্রযোজক | দেবী ফিল্মস |
চিত্রনাট্যকার | সি. ভি. শ্রীধর চিত্রালয়া গোপু (সংলাপ) |
কাহিনিকার | সি. ভি. শ্রীধর |
শ্রেষ্ঠাংশে | মোহন জয়াশ্রী |
সুরকার | ইলাইয়ারাজা |
চিত্রগ্রাহক | অশোক কুমার |
সম্পাদক | বি. লেনিন ভি. টি. বিজয়ন |
প্রযোজনা কোম্পানি | দেবী ফিল্মস প্রাইভেট লিমিটেড |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৪ মিনিট |
ভাষা | তামিল |
থেনড্রালে এন্নাই থোডু হচ্ছে ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র যেটির রচনা এবং পরিচালনা করেছিলেন সি. ভি. শ্রীধর। চলচ্চিত্রটিতে নায়ক-নায়িকা ছিলেন মোহন এবং জয়াশ্রী, অন্যান্য চরিত্রে ছিলেন তেঙ্গাই শ্রীনিবাস, ওয়াই জি মহেন্দ্র এবং ভেন্নিরাআড়াই মূর্তি।[১] চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন ইলাইয়ারাজা।[২] চলচ্চিত্রটি বক্স অফিস ছিলো।[৩]