থেরিয়া সময়গত পরিসীমা: Late Jurassic – Holocene, ১৬–০কোটি | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস ![]() | |
জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
পর্ব: | কর্ডাটা (Chordata) |
শ্রেণি: | স্তন্যপায়ী (ম্যামেলিয়া) |
গোষ্ঠী: | ট্রিবস্ফেনিদা |
উপশ্রেণি: | থেরিয়া Parker & Haswell, 1897[১] |
Infraclasses | |
থেরিয়া স্তন্যপায়ী প্রানীদের এক উপশ্রেনী। [২]
এই উপশ্রেনীর প্রানীরা সন্তান প্রসব করে, অতএব স্তনপায়ী শ্রেনীর আরেক উপশ্রেনী-প্রোটোথেরিয়া (যেমন:ডিম প্রসব করা প্লাটিপাস) থেকে এরা ভিন্ন। থেরিয়া উপশ্রেনী প্রানীদের স্তনে, স্তনাগ্র (স্তনবৃন্ত) থাকে (এই স্তনবৃন্ত অঙ্গ টি প্রোটোথেরিয়াদের থাকে না)। থেরিয়া উপশ্রেনীর আরেকটা বৈশিষ্ট্য হলো এদের কানের পাতা আছে। এই উপশ্রেনীর প্রানীদের দাঁত সারা জীবন বিদ্যমান থাকে। এদের পাঁজর এ দুটো মাথা থাকে যা দিয়ে পাঁজর, কশেরুকার সঙ্গে সন্ধীযুক্ত থাকে।
|name-list-style=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)