দক্ষিণ এশিয়ার ইতিহাস – দক্ষিণ এশিয়া ভারত উপমহাদেশ অন্তর্গত সমসাময়িক রাজনৈতিক সত্তা এবং এর সাথে সম্পৃক্ত দ্বীপকে কেন্দ্র করে গড়ে ওঠে। ফলে দক্ষিণ এশিয়ার ইতিহাস হল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, ভুটান এবং দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ও মালদ্বীপের ইতিহাস।
দক্ষিণ এশিয়ার প্রস্তর যুগ (৫০০০০–৩০০০ খ্রিস্টপূর্বাব্দ)
ব্রোঞ্জ যুগীয় ভারত (৩০০০–১৩০০ খ্রিস্টপূর্বাব্দ)
লৌহ যুগীয় ভারত (১২০০–২৩০ খ্রিস্টপূর্বাব্দ)
ভারতের আদি মধ্যযুগীয় রাজ্যসমূহ (২৩০ খ্রিস্টপূর্বাব্দ–১২৭৯ খ্রিস্টাব্দ)
Late medieval period (১২০৬–১৫৯৬)
প্রারম্ভিক আধুনিক যুগ (১৫২৬–১৮৫৮)
ঔপনিবেশিক ভারত (১৫১০–১৯৬১ খ্রিস্টাব্দ)
Kingdoms of Sri Lanka