ভূগোল | |
---|---|
অবস্থান | বঙ্গোপসাগর |
স্থানাঙ্ক | ১০°৫৮′৩৪″ উত্তর ৯২°১৩′১২″ পূর্ব / ১০.৯৭৬° উত্তর ৯২.২২° পূর্ব |
দ্বীপপুঞ্জ | আন্দামান দ্বীপপুঞ্জ |
সংলগ্ন জলাশয় | ভারত মহাসাগর |
আয়তন | ১.৬১ বর্গকিলোমিটার (০.৬২ বর্গমাইল)[১] |
দৈর্ঘ্য | ১.৬ কিমি (০.৯৯ মাইল) |
প্রস্থ | ১.০ কিমি (০.৬২ মাইল) |
তটরেখা | ৪.৯ কিমি (৩.০৪ মাইল) |
সর্বোচ্চ উচ্চতা | ২ মিটার (৭ ফুট) |
প্রশাসন | |
কেন্দ্রশাসিত অঞ্চল | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
জেলা | দক্ষিণ আন্দামান |
জনপরিসংখ্যান | |
বিশেষণ | দক্ষিণ সেন্টিনেলী |
জনসংখ্যা | ০ (২০১৯) |
জনঘনত্ব | ০ /বর্গ কিমি (০ /বর্গ মাইল) |
অতিরিক্ত তথ্য | |
সময় অঞ্চল | |
পিন | ৭৪৪২০২[২] |
টেলিফোন কোড | ০৩১৯২৭ [৩] |
আইএসও কোড | ইন-এএন-০০[৪] |
অফিসিয়াল ওয়েবসাইট | www |
গ্রীষ্মের গড় তাপমাত্রা | ৩০.২ °সে (৮৬.৪ °ফা) |
শীতের গড় তাপমাত্রা | ২৩.০ °সে (৭৩.৪ °ফা) |
যৌন অনুপাত | ০.০♂/০.০♀ |
আদমশুমারি কোড | ৩৫.৬৩৯.০০০৪ |
দক্ষিণ সেন্টিনেল দ্বীপ বঙ্গোপসাগরে আন্দামান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। এটি উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে ১.৬ কিমি (০.৯৯ মা) দীর্ঘ এবং ১ কিমি (০.৬২ মা) প্রশস্ত। মাত্র ১.৬১ কিমি২ (০.৬২ মা২) বিস্তৃতি নিয়ে, এটি এর প্রতিরূপ উত্তর সেন্টিনেল দ্বীপের তুলনায় অনেক ছোট এবং তাই একে নিয়ে আগ্রহ তুলনায় কম। দ্বীপটি দক্ষিণ আন্দামান প্রশাসনিক জেলার পোর্ট ব্লেয়ারের অন্তর্ভুক্ত, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ,[৫]উত্তর সেন্টিনেল দ্বীপের পাশেই অবস্থিত।
দক্ষিণ সেন্টিনেল দ্বীপটি আন্দামান শৃঙ্খলের দক্ষিণে ক্ষুদ্র আন্দামান দ্বীপের ২৬.৫ কিলোমিটার (১৬.৫ মা) পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং এর প্রতিরূপ দক্ষিণ সেন্টিনেল দ্বীপের ৫৯.৬ কিলোমিটার (৩৭.০ মা) দক্ষিণে অবস্থিত। উপলব্ধ সীমিত তথ্য থেকে এটি বলা যেতে পারে যে দক্ষিণ সেন্টিনেল দ্বীপটি একটি বনভূমিময় প্রবাল প্রাচীর। উনিশ শতকে রচিত একটি জার্নাল থেকে পাওয়া যায়, একজন কর্নেল অ্যালকক যিনি এই দ্বীপটি পেরিয়েছিলেন, লিখেছেন "দক্ষিণ সেন্টিনেল কয়েক ফুট উঠে গেছে এবং এর চারপাশে প্রবালগুলি দিয়ে অবিচ্ছিন্ন।" দ্বীপটি পোর্ট ব্লেয়ারের ১৮৬ কিমি (১১৬ মা) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি পথের ঠিক দক্ষিণে অবস্থিত। এই দ্বীপটি গাছের চূড়া পর্যন্ত সর্বোচ্চ ৪৪ মিটার উচ্চ। এর চেহারা সমস্ত দিকে একই রকম। একটি তটভূমি, ৩৬ মি বক্ররেখা দ্বারা রেখায়িত, দ্বীপটিকে ঘিরে রয়েছে এবং এটি থেকে প্রায় ৬ মাইল উত্তর পশ্চিমে প্রসারিত। এই দ্বীপ এবং ক্ষুদ্র আন্দামান দ্বীপের মধ্যের প্রণালীটিতে যথেষ্ট গভীরতা রয়েছে।[৬][৭]
রাজনৈতিকভাবে, দক্ষিণ সেন্টিনেল দ্বীপটি ক্ষুদ্র আন্দামান তালুকের একটি অংশ।[৮] দক্ষিণ সেন্টিনেল দ্বীপটি ভারতীয় সুরক্ষার অধীনে কার্যকরভাবে একটি সার্বভৌম অঞ্চল। ২০১৮ সালে, ভারতে পর্যটনকে উৎসাহিত করার প্রয়াসে, ২০২২ সালের ৩১শে ডিসেম্বর অবধি সীমিত অঞ্চল হুকুমনামা (আরএপি) শাসন থেকে দক্ষিণ সেন্টিনেলসহ ২৯টি দ্বীপকে বাদ দেওয়া হয়েছে।[৯] তবে নভেম্বরে ২০১৮ সালে, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে নিষেধাজ্ঞার শিথিলকরণটি কেবল গবেষক ও নৃতত্ত্ববিদদের পূর্ব-অনুমোদিত ছাড়পত্র দিয়ে সেন্টিনেল দ্বীপ পরিদর্শন করার অনুমতি দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছিল।[১০]
দ্বীপটি জনবসতিহীন। তবে কখনও কখনও এখানে দুঃসাহসিক ক্রীড়ার অন্তর্গত ডাইভিং অভিযানগুলি করা হয়। এর প্রধান কারণ এই দ্বীপটি দূরস্থিত এবং অভিনব।
দক্ষিণ সেন্টিনেল দ্বীপের অভয়ারণ্যটি (১৯৭৭ সালে প্রতিষ্ঠিত) নারকেল কাঁকড়ার আবাসস্থল।