দফাদার

দফাদার (হিন্দুস্তানী : दफ़ादार (দেবনাগরী) ; دفعدار (নাস্তালিক) ভারতীয় ও পাকিস্তানি অশ্বারোহী বাহিনীতে সার্জেন্টের সমতুল্য পদমর্যাদা, যেমনটা পূর্বে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে ছিল। এর নীচের র‌্যাঙ্ক ল্যান্স দাফাদার। পদাতিক এবং অন্যান্য ইউনিটের সমতুল্য হাবিলদার। একজন ব্রিটিশ সার্জেন্টের মতো একজন দফাদারও তিনটি র‌্যাঙ্ক পেতেন।

শব্দটির ব্যুৎপত্তিটি অস্পষ্ট। হাবিলদার ও অন্যান্য শব্দের মধ্যে পাওয়া দফাদার প্রত্যয়টির অর্থ "ধারক"। সুতরাং শব্দের অর্থ "দফার ধারক"। দফার উদ্দেশ্যে করা অর্থ অবশ্য অস্পষ্ট। আরবিতে এর অর্থ "অর্থ" বা "ধাক্কা", যখন ফার্সি ভাষায় শব্দটির আরও সুস্পষ্ট উৎস, এর অর্থ বিকর্ষণ। এটি স্পষ্ট নয় যে দফাদার শব্দটি মুগল সাম্রাজ্যে ব্রিটিশ রাজ পদমর্যাদার হিসাবে ব্যবহৃত হওয়ার পূর্বে কী ভূমিকায় ছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]