দমদম | |
---|---|
শহর | |
ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৭′ উত্তর ৮৮°২৫′ পূর্ব / ২২.৬২° উত্তর ৮৮.৪২° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর ২৪ পরগনা |
অঞ্চল | কলকাতা মহানগর অঞ্চল |
মেট্রো স্টেশন | দমদম, দমদম ক্যান্টনমেন্ট (নির্মাণরত), যশোর রোড (নির্মাণরত) |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | দমদম পৌরসভা[১] |
• চেয়ারম্যান | হরেন্দ্রকুমার সিংহ[২] |
• ভাইস চেয়ারম্যান | বরুণ নট্ট[৩] |
আয়তন[১] | |
• মোট | ৯.৭৩ বর্গকিমি (৩.৭৬ বর্গমাইল) |
উচ্চতা | ১১ মিটার (৩৬ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,১৪,৭৮৬ |
• জনঘনত্ব | ১২,০০০/বর্গকিমি (৩১,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | বাংলা[৪][৫] |
• অতিরিক্ত সরকারি | ইংরেজি[৫] |
সময় অঞ্চল | ভারত মান সময় (ইউটিসি+০৫:৩০) |
পিন | 700028, 700079, 700080, 700081 |
টেলিফোন কোড | +91 33 |
যানবাহন নিবন্ধন | WB |
লোকসভা কেন্দ্র | দমদম |
বিধানসভা কেন্দ্র | দমদম |
ওয়েবসাইট | dumdummunicipality |
দমদম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। এটি কলকাতা পৌর এলাকার উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থিত একটি শহর। শহরে কিছু কলকারখানা থাকলেও এটি মূলত কলকাতা শহরের একটি শহরতলী। দমদম শহরের প্রান্ত থেকে ভূগর্ভস্থ ট্রেন বা মেট্রোর মাধ্যমে কলকাতা শহর যাওয়া যায়। এছাড়াও এখান থেকে সড়কপথে ও রেলপথেও কলকাতা যাওয়া যায়। দমদম শহরে কলকাতা বিমানবন্দর তথা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত।
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে দমদম শহরের জনসংখ্যা হল ১০১,৩১৯ জন।[৬] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।
এখানে সাক্ষরতার হার ৮২%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৫% এবং নারীদের মধ্যে এই হার ৭৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে দমদম এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ৮% হল ৬ বছর বা তার কম বয়সী।
পশ্চিমবঙ্গের অবস্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |