দয়া মাতা (৩১ জানুয়ারি ১৯১৪ – ৩০ নভেম্বর ২০১০) ছিলেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ভারতীয় যোগদা সতসঙ্গ সোসাইটি শাখার সভাপতি ও সঙ্ঘমাতা। ভারতীয় যোগদা সতসঙ্গ সোসাইটি হল পরমহংস যোগানন্দের শিক্ষা ও আত্ম-উপলব্ধি[১] প্রচার করার জন্য একমাত্র সংস্থা। তিনি এই সংস্থায় ৫৫ বছরেরও বেশি সময় কাজ করেছিলেন।[২][৩] তার প্রকৃত নাম ছিল র্যাচেল ফ্যে রাইট।
দয়া মাতা ইউটাহ'র সল্টলেক সিটিতে ল্যাটার-ডে সেন্টসের (এলডিএস চার্চ) চার্চ অফ জেসাস ক্রাইস্টের সাথে যুক্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[৪] তাঁর পূর্বপুরুষরা ছিলেন সল্টলেক উপত্যকার মূল মরমন পথিকৃৎদের মধ্যে অন্যতম।[৫] তাঁর দাদা আব্রাহাম রেইস্টার রাইট ছিলেন এলডিএস চার্চের সল্টলেক ভজনালয়ের স্থপতি।[৬][৭] তিনি ইউটাহ পর্যটন কার্যালয় কর্তৃক "বিখ্যাত ইউটাহ্ন" হিসাবে তালিকাভুক্ত হয়েছেন।[৮]
দয়া মাতা ১৯৩১ সালে ১৭ বছর বয়সে নিখুঁত ও নিঃশর্ত প্রেমের খোঁজ করার জন্য যোগানন্দের সাথে প্রথম দেখা করেছিলেন। তিনি এটি প্রেমাবতার যোগানন্দের মধ্যে খুঁজে পেয়েছিলেন এবং সে বছর যোগানন্দের আশ্রমে যোগ দিয়েছিলেন। কালক্রমে তিনি যোগানন্দের সাথে তাঁর সন্ন্যাসী ব্রত গ্রহণ করেছিলেন এবং দয়া মাতা নামে ভূষিত হয়েছিলেন।[৩][৯][১০]
দয়া মাতা তিনটি গ্রন্থখণ্ড রচনা করেছেন-