দাঁড়া হলো কিছু আর্থ্রোপডদের কতিপয় অঙ্গ-প্রত্যঙ্গের শেষে বা অগ্রপ্রান্তে বিদ্যমান নখর বা ধারালো নখসদৃশ একটি অঙ্গ। ইংরেজিসহ বেশকিছু ভাষায় এটিকে চেলা (/ˈkiːlə/) বলা হয়।[১] চেলা নামটি গ্রীক χηλή শব্দ থেকে এসেছে নব্য লাতিন শব্দ চেলার মাধ্যমে। এর বহুবচন হলো চেলাই।[২] চেলা বা দাঁড়া রয়েছে এমন পাগুলোকে চেলিপিড বা দাঁড়াই বলা হয়।[৩] বেশিরভাগ দাঁড়া বাঁকা এবং তাতে নখরের মতো ধারালো খাঁজ থাকায় এটিকে সাধারণভাবে নখর বলেও ডাকা হয়।