দাঁড়া

Uca pugnax নামের একটি কাঁকড়া সদৃশ প্রাণীর দুটি ভিন্ন আকারের দাঁড়া, (প্রাণীটির সাপেক্ষে) বামপাশের দাঁড়াটি বড় এবং ডানপাশেরটি ছোট আকারের।

দাঁড়া হলো কিছু আর্থ্রোপডদের কতিপয় অঙ্গ-প্রত্যঙ্গের শেষে বা অগ্রপ্রান্তে বিদ্যমান নখর বা ধারালো নখসদৃশ একটি অঙ্গ। ইংরেজিসহ বেশকিছু ভাষায় এটিকে চেলা (/ˈklə/) বলা হয়।[] চেলা নামটি গ্রীক χηλή শব্দ থেকে এসেছে নব্য লাতিন শব্দ চেলার মাধ্যমে। এর বহুবচন হলো চেলাই।[] চেলা বা দাঁড়া রয়েছে এমন পাগুলোকে চেলিপিড বা দাঁড়াই বলা হয়।[] বেশিরভাগ দাঁড়া বাঁকা এবং তাতে নখরের মতো ধারালো খাঁজ থাকায় এটিকে সাধারণভাবে নখর বলেও ডাকা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Dean Pentcheff। "Chela"Crustacea glossaryNatural History Museum of Los Angeles County। আগস্ট ১৬, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২৮, ২০১১ 
  2. George Gordh, Gordon Gordh & David Headrick (২০০৩)। A Dictionary of EntomologyCAB International। পৃষ্ঠা 182। আইএসবিএন 978-0-85199-655-4 
  3. Dean Pentcheff। "Cheliped"Crustacea glossaryNatural History Museum of Los Angeles County। এপ্রিল ২৬, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২৮, ২০১১