দাগ | |
---|---|
পরিচালক | অমিয় চক্রবর্তী |
প্রযোজক | অমিয় চক্রবর্তী |
রচয়িতা | রাজিন্দর সিং বেদী |
চিত্রনাট্যকার | অমিয় চক্রবর্তী রাজেন্দ্র শঙ্কর |
কাহিনিকার | অমিয় চক্রবর্তী রাজেন্দ্র শঙ্কর |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শঙ্কর-জয়কিশন |
চিত্রগ্রাহক | ভি. বাবাসাহেব |
সম্পাদক | ডি. বি. জোশী |
প্রযোজনা কোম্পানি | মার্স অ্যান্ড মুভিজ প্রডাকশন্স |
পরিবেশক | মার্স অ্যান্ড মুভিজ প্রডাকশন্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ₹১.৫০ কোটি[১] |
দাগ অমিয় চক্রবর্তী প্রযোজিত ও পরিচালিত ১৯৫২ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে অমিয় চক্রবর্তী ও রাজেন্দ্র শঙ্কর। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন দিলীপ কুমার ও নিম্মী এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন ঊষা কিরণ, ললিতা পবার, কানহাইয়ালাল, ও লীলা মিশ্র। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন শঙ্কর-জয়কিশন।[২]
চলচ্চিত্রটি ১৯৫২ সালের ৪ঠা জুলাই ভারতে মুক্তি পায় এবং বক্স অফিসে ব্যবসাসফল হয়।[১] দিলীপ কুমার ১ম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কার অর্জন করেন।
এই চলচ্চিত্রের প্রধান নারী চরিত্রের জন্য নির্মাতা অমিয় চক্রবর্তীর প্রথম পছন্দ ছিলেন মধুবালা, কিন্তু ব্যস্ত সময়সূচীর জন্য তিনি কাজটি করতে পারেননি। তিনি সে সময় দিলীপ কুমারের বিপরীতে তরানা ও সংদিল চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন।[৩]
দাগ চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন শঙ্কর-জয়কিশন এবং গীত লিখেছেন শৈলেন্দ্র ও হসরত জয়পুরি।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "কোই নহিঁ মেরা" | তালাত মাহমুদ | |
২. | "হাম দর্দ কে মারোঁ কা" | তালাত মাহমুদ | |
৩. | "অ্যায় মেরে দিল কাহিঁ অউর চল - ১" | তালাত মাহমুদ | |
৪. | "অ্যায় মেরে দিল কাহিঁ অউর চল - ২" | তালাত মাহমুদ | |
৫. | "অ্যায় মেরে দিল কাহিঁ অউর চল - ৩" | লতা মঙ্গেশকর | |
৬. | শিরোনামহীন | লতা মঙ্গেশকর | |
৭. | "কাহে কো দের লাগায়ি রে" | লতা মঙ্গেশকর | |
৮. | "দেখো আয়া ইয়ে ক্যায়সা" | লতা মঙ্গেশকর | |
৯. | "লাগে জবসে নয়ন" | লতা মঙ্গেশকর | |
১০. | "প্রীত ইয়ে ক্যায়সি" | লতা মঙ্গেশকর |