দাগ | |
---|---|
পরিচালক | যশ চোপড়া |
প্রযোজক | যশ চোপড়া |
রচয়িতা | কাহিনি: গুলশান নন্দা সংলাপ: আখতার-উল-ঈমান |
উৎস | টমাস হার্ডি কর্তৃক দ্য মেয়র অব ক্যাস্টারব্রিজ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল |
চিত্রগ্রাহক | কে জি |
সম্পাদক | প্রাণ মেহরা |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | যশ রাজ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৬ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹১.০২ কোটি[১] |
আয় | ₹৪.৮০ কোটি[১] |
দাগ হল যশ চোপড়া প্রযোজিত ও পরিচালিত ১৯৭৩ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি চোপড়ার প্রযোজিত প্রথম চলচ্চিত্র, যা যশ রাজ ফিল্মসের ভিত্তি গড়ে দেয়। এটি টমাস হার্ডির ১৮৮৬ সালের দ্য মেয়র অব ক্যাস্টারব্রিজ উপন্যাসের চলচ্চিত্ররূপ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন রাজেশ খান্না, শর্মিলা ঠাকুর ও রাখী এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন মদন পুরি, কাদের খান, প্রেম চোপড়া ও এ. কে. হঙ্গল। এই চলচ্চিত্র দিয়ে অভিনেতা হিসেবে কাদের খানের অভিষেক ঘটে।[২]
দাগ চলচ্চিত্রটি রাজেশ খান্নার জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন মুক্তি পায় এবং বক্স অফিসে দারুণ ব্যবসা করেন। এটি সেই বছরের তৃতীয় সর্বাচ্চ আয়কারী চলচ্চিত্র।[৩] চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল এবং গানগুলো সে বছর শ্রোতাপ্রিয় হয়। চলচ্চিত্রটি পরবর্তীকালে তেলুগু ভাষায় বিচিত্র জীবিতম (১৯৭৮) নামে পুনর্নির্মিত হয়।[৪]
২১তম ফিল্মফেয়ার পুরস্কারে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা (খান্না) ও শ্রেষ্ঠ অভিনেত্রী (শর্মিলা)-সহ ৭টি মনোনয়ন লাভ করে এবং তন্মধ্যে শ্রেষ্ঠ পরিচালক (চোপড়া) ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (রাখী) বিভাগে দুটি পুরস্কার অর্জন করে।
জয়
মনোনয়ন