দাড়িধারী চেওয়া Taenioides cirratus | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Perciformes |
পরিবার: | Gobiidae |
গণ: | Taenioides |
প্রজাতি: | T. cirratus |
দ্বিপদী নাম | |
Taenioides cirratus (Blyth, 1860) | |
প্রতিশব্দ | |
|
দাড়িধারী চেওয়া (বৈজ্ঞানিক নাম: Taenioides cirratus) (ইংরেজি: Bearded Worm Goby) হচ্ছে Gobiidae পরিবারের Taenioides গণের একটি স্বাদুপানির মাছ।
দাড়িধারী চেওয়া লম্বায় ৩০ সেমি।
এই মাছ বাংলাদেশ, ভারত, চীন, জাপান, মালয়েশিয়া এবং ইন্দো-প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত।
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়।[২]
এ মাছ উপকূলের জলাশয়ে ছোট ছোট গর্ত করে বাস করে। চাঁদপুরের ডাকাতিয়া নদীর তীরে ছোট ছোট গর্তে সর্ব্বোচ্চ ৩৮.২ সেমি দৈর্ঘ্যের মাছ পাওয়া গিয়েছে। এরা মাটির নিচে প্রায় ২ মিটার গভীর গর্তে বাস করে।
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।