দাদাসাহেব ফালকে | |
---|---|
![]() | |
জন্ম | ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে ৩০ এপ্রিল, ১৮৭০ |
মৃত্যু | ১৬ ফেব্রুয়ারি ১৯৪৪ | (বয়স ৭৩)
মাতৃশিক্ষায়তন | স্যার জে. জে. স্কুল অব আর্ট |
পেশা | চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক |
কর্মজীবন | ১৯১৩-১৯৩৭ |
ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে (মারাঠি: धुंडीराज गोविंद फाळके), যিনি দাদাসাহেব ফালকে (মারাঠি: दादासाहेब फाळके; ) নামে অধিক পরিচিত, (৩০ এপ্রিল, ১৮৭০ - ১৬ ফেব্রুয়ারি, ১৯৪৪) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন। তাঁকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়।[১][২][৩] তিনি ১৯১৩ সালে রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। এরপর তিনি প্রায় চব্বিশ বছর ধরে ৯৫ টি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র ও ২৬ টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন।
ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে ১৮৭০ খ্রিষ্টাব্দের ৩০ এপ্রিল ব্রিটিশ ভারতের বম্বে প্রেসিডেন্সির অন্তর্গত ত্র্যম্বকেশ্বর নামক স্থানে একটি মারাঠি শিক্ষিত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।[৪]