ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | [১] চিসিনাউ, মলদোভা | ১১ নভেম্বর ১৯৯৬
ক্রীড়া | |
দেশ | মলদোভা |
ক্রীড়া | তীরন্দাজী |
বিভাগ | বাঁকানো |
দান ওলারু (রোমানীয়: Dan Olaru; জন্ম: ১১ নভেম্বর ১৯৯৬) হলেন একজন মলদোভীয় তীরন্দাজ, যিনি মলদোভার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
ওলারু মলদোভার হয়ে ২০১৬, ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
দান ওলারু ১৯৯৬ সালের ১১ই নভেম্বর তারিখে মলদোভার চিসিনাউতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ওলারু মলদোভার প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] র্যাঙ্কিং পর্বে ৩৬টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৭১ পয়েন্ট নিয়ে তিনি ১৮তম স্থান অধিকার করেছিলেন।[৩] ৬৪ জনের পর্বে, তিনি র্যাঙ্কিং পর্বে ৪৭তম স্থান অধিকারী ভিয়েতনামের লে কুওক ফংয়ের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–০ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিলেন। অতঃপর ৩২ জনের পর্বে সান্তিয়াগো আরসিলার কাছে ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[৪][৫]
অন্যদিকে তিনি এবং আলেক্সান্দা মিরকা একত্রে মিশ্র দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা র্যাঙ্কিং পর্বে ৫৮টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৩০২ পয়েন্ট নিয়ে ২২তম স্থান অধিকার করেছিল।[৭][৮]