দানি পারেহো

দানি পারেহো
২০১৯ সালের ভালেনসিয়ার হয়ে পারেহো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দানিয়েল পারেহো মুনিয়োস[]
জন্ম (1989-04-16) ১৬ এপ্রিল ১৯৮৯ (বয়স ৩৫)[]
জন্ম স্থান কোসলাদা, স্পেন[]
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)[]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ভালেনসিয়া
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
১৯৯৮–২০০০ কোসলাদা
২০০০–২০০৩ এস্পিনিয়া
২০০৩–২০০৬ রিয়াল মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০০৮ রিয়াল মাদ্রিদ বি ৩৭ (১১)
২০০৮–২০০৯ রিয়াল মাদ্রিদ (০)
২০০৮কুইন্স পার্ক রেঞ্জার্স (ধার) ১৪ (০)
২০০৯–২০১১ হেতাফে ৬৪ (৯)
২০১১– ভালেনসিয়া ২৭৭ (৫৪)
জাতীয় দল
২০০৭–২০০৮ স্পেন অনূর্ধ্ব-১৯ ১৩ (৩)
২০০৯ স্পেন অনূর্ধ্ব-২০ ১১ (১)
২০০৮–২০১১ স্পেন অনূর্ধ্ব-২১ ১৯ (৫)
২০১৮– স্পেন (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:০৯, ২ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:০৯, ২ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

দানিয়েল "দানি" পারেহো মুনিয়োস (স্পেনীয়: [daˈnjel ˈdani paˈɾexo], ইংরেজি: Dani Parejo; জন্ম: ১৬ এপ্রিল ১৯৮৯; দানি পারেহো নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লা লিগায় ভালেনসিয়া এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন।

১৯৯৮–৯৯ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব কোসলাদার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে পারেহো ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি এস্পিনিয়া এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০০৬–০৭ মৌসুমে, প্রথমে রিয়াল মাদ্রিদ বি-এর হয়ে এবং পরবর্তীতে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ১ মৌসুম অতিবাহিত করেছেন; উক্ত মৌসুমে তিনি ৫ ম্যাচ খেলেছেন। পরবর্তীতে তিনি কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে ধারে এবং হেতাফের হয়ে খেলেছেন। ২০১১–১২ মৌসুমে, তিনি ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে হেতাফে হতে ভালেনসিয়ায় যোগদান করেছেন।[]

দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, পারেহো এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যেটি তিনি ভালেনসিয়ার হয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন; যার মধ্যে ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় অন্যতম।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Acta del partido celebrado el 04 de enero de 2020, en Valencia" [Minutes of the match held on 4 January 2020, in Valencia] (Spanish ভাষায়)। Royal Spanish Football Federation। ৪ জানুয়ারি ২০২০। ১৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০ 
  2. "দানি পারেহো"। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০ 
  3. Giovio, Eleonora (৮ ফেব্রুয়ারি ২০০৮)। "Parejo, el futbolista de barrio" [পারেহো, পাড়ার ফুটবলার]। El País (Spanish ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০ 
  4. "Daniel Parejo" (Spanish ভাষায়)। Eurosport। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০ 
  5. "৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে ভালেনসিয়ায় যোগদান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]