ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | দানি সেবায়োস ফের্নান্দেস[১] | ||
জন্ম | [২] | ৭ আগস্ট ১৯৯৬||
জন্ম স্থান | উত্রেরা, স্পেন | ||
উচ্চতা | ১.৭৯ মিটার (৫ ফুট ১০+১⁄২ ইঞ্চি)[৩] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রিয়াল মাদ্রিদ | ||
জার্সি নম্বর | ১৯ | ||
যুব পর্যায় | |||
২০০৪–২০০৯ | সেভিয়া | ||
২০০৯–২০১১ | উত্রেরা | ||
২০১১–২০১৪ | রিয়াল বেতিস | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪–২০১৭ | রিয়াল বেতিস | ৯৮ | (৭) |
২০১৪ | রিয়াল বেতিস বি | ৪ | (০) |
২০১৭– | রিয়াল মাদ্রিদ | ৩৫ | (৫) |
২০১৯–২০২১ | → আর্সেনাল (ধার) | ৪৯ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৪–২০১৫ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ১৩ | (০) |
২০১৫–২০১৯ | স্পেন অনূর্ধ্ব-২১ | ২৯ | (৮) |
২০২১ | স্পেন অলিম্পিক | ২ | (০) |
২০১৮– | স্পেন | ১১ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:৫৪, ২৩ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৫৪, ২৩ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
দানি সেবায়োস ফের্নান্দেস (স্পেনীয়: Dani Ceballos; জন্ম: ৭ আগস্ট ১৯৯৬; দানি সেবায়োস নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[৪][৫] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৪–০৫ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব সেভিয়ার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে সেবায়োস ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে উত্রেরা এবং রিয়াল বেতিসের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৩–১৪ মৌসুমে, স্পেনীয় ক্লাব রিয়াল বেতিসের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৪ মৌসুম অতিবাহিত করেছেন; রিয়াল বেতিসের হয়ে তিনি ৯৮ ম্যাচে ৭টি গোল করেছেন। মাঝে তিনি এক মৌসুমের জন্য রিয়াল বেতিস বি-এর হয়ে খেলেছেন। ২০১৭–১৮ মৌসুমে, তিনি প্রায় ১৬.৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল বেতিস হতে রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন। মাঝে তিনি দুই মৌসুমের জন্য ইংরেজ ক্লাব আর্সেনালের হয়ে খেলেছেন, তিনি মিকেল আর্তেতার অধীনে ২০১৯–২০ এফএ কাপ জয়লাভ করেছেন।
২০১৪ সালে, সেবায়োস স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে স্পেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্পেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১ ম্যাচে ১টি গোল করেছেন। ব্যক্তিগতভাবে, সেবায়োস বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার অন্যতম।[৬] দলগতভাবে, সেবায়োস এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি রিয়াল বেতিসের হয়ে, ৩টি রিয়াল মাদ্রিদের হয়ে, ১টি আর্সেনালের হয়ে এবং ২টি স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।
দানি সেবায়োস ফের্নান্দেস ১৯৯৬ সালের ৭ই আগস্ট তারিখে স্পেনের উত্রেরাে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
সেবায়োস স্পেন অনূর্ধ্ব-১৯, স্পেন অনূর্ধ্ব-২১ এবং স্পেন অলিম্পিক দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালের ১৩ই নভেম্বর তারিখে তিনি জার্মানি অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৭][৮] তিনি স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৫ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছেন, যার মাধ্যমে তার দল উক্ত প্রতিযোগিতার ইতিহাসে দশমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল।[৯][১০][১১] ২০১৭ স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে তিনি ২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন, উক্ত প্রতিযোগিতার ফাইনালে পূর্ণ সময় শেষে তার দল জার্মানি অনূর্ধ্ব-২১ দলের কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল;[১২] উক্ত প্রতিযোগিতায় ৪ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।[১৩] দুই বছর পর ইতালিতে অনুষ্ঠিত ২০১৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন,[১৪] পূর্ববর্তী আসরের ব্যর্থতা কাটিয়ে ফাইনালে তার দল জার্মানি অনূর্ধ্ব-২১ দলকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করে উক্ত প্রতিযোগিতার ইতিহাসে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল।[১৫] এই আসরে তিনি ৫ ম্যাচে ২ গোল করার পাশাপাশি পোল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেনের নেতৃত্ব দিয়েছেন।[১৬][১৭][১৮] সেবায়োস জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত স্পেন অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছিলেন;[১৯][২০][২১] যেখানে তিনি ১ ম্যাচে অংশগ্রহণ করার পাশাপাশি রৌপ্য পদক জয়লাভ করেছেন।[২২][২৩][২৪] এই আসরে তিনি স্পেনের অধিনায়ক ছিলেন, তবে গোড়ালি আঘাতের কারণে প্রথম ম্যাচের পর আর মাঠে নামতে পারেননি।[২৫] স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৪৪ ম্যাচে অংশগ্রহণ করে ৮টি গোল এবং ২টি শিরোপা জয়লাভ করেছেন। তিনি ২০১৫ সালের ৭ই অক্টোবর তারিখে জর্জিয়া অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[২৬][২৭]
২০১৮ সালের ১১ই সেপ্টেম্বর তারিখে, মাত্র ২২ বছর ১ মাস ৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী সেবায়োস ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৮–১৯ উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে অভিষেক করেছেন।[২৮] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচে তিনি ২১ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন।[২৯] ম্যাচটি স্পেন ৬–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৩০] জাতীয় দলের হয়ে অভিষেকের ২ মাস ৪ দিন পর, স্পেনের জার্সি গায়ে প্রথম গোলটি করেন; ১৫ই নভেম্বর তারিখে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে স্পেনের হয়ে প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন।[৩১][৩২][৩৩] স্পেনের হয়ে অভিষেকের বছরে সেবায়োস সর্বমোট ৫ ম্যাচে ১টি গোল করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
স্পেন | ২০১৮ | ৫ | ১ |
২০১৯ | ৪ | ০ | |
২০১৮ | ২ | ০ | |
সর্বমোট | ১১ | ১ |
গোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ১৫ নভেম্বর ২০১৮ | মাকসিমির স্টেডিয়াম, জাগরেব, ক্রোয়েশিয়া | ক্রোয়েশিয়া | ১–১ | ২–৩ | ২০১৮–১৯ উয়েফা নেশনস লিগ | [৩৪] |