দাবা অলিম্পিয়াড (ইংরেজি ভাষা: Chess Olympiad) দ্বি-বার্ষিকভিত্তিতে আয়োজিত দাবা প্রতিযোগিতাবিশেষ। এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলগতভাবে আসা দাবাড়ুগণ অন্যান্য দেশের খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হন। ফিদে কর্তৃক দাবা অলিম্পিয়াডের আয়োজন করা হয় এবং এ সংস্থাই স্বাগতিক দেশের নাম নির্বাচিত করে থাকে।
১৯২২ সালে রুশ দাবাড়ু ইউগিনি নোস্কো-বোরোভস্কি লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন সময়ে ঘোষণা দিয়েছিলেন যে, প্যারিসে অনুষ্ঠতিব্য অলিম্পিক গেমসের ৮ম আসর চলাকালে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্বাগতিক দেশের ফরাসী দাবা ফেডারেশন প্রতিযোগিতাটি পরিচালনা করবে। পরবর্তীতে স্বীকৃতিবিহীন অবস্থায় ১ম দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ২০ জুলাই, ১৯২৪ সালে প্যারিস টুর্নামেন্ট চলাকালের শেষদিনে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অংশগ্রহণে ফিদে নামে বিশ্ব দাবা সংস্থাটির প্রতিষ্ঠা হয় যা ছিল সকল দাবা খেলোয়াড়ের মিলনস্থল।[১][২][৩][৪] এছাড়া, ১৯২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে দাবা খেলাকে অলিম্পিক গেমসে অন্তর্ভুক্তির চেষ্টা চালানো হয়। কিন্তু, শৌখিন ও পেশাদারী খেলায়াড়দের মতবিভেদের কারণে তা হতে পারেনি।[৫]
১৯২৭ সালে লন্ডনে ফিদে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ১ম দাবা অলিম্পিয়াড আয়োজন করতে সক্ষম হয়। এতে মাত্র ১৬টি দেশের প্রতিযোগীগণ অংশ নিয়েছিলেন।[৫] ২য় বিশ্বযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত অলিম্পিয়াডটি মাঝেমাঝেই বার্ষিকাকারে কিংবা অনিয়মিতভাবে অনুষ্ঠিত হতো। ১৯৫০ সালে থেকে অদ্যাবধি প্রতিযোগিতাটি প্রতি দুই বছর অন্তর অর্থাৎ দ্বি-বার্ষিকভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। [৫] ২০০৬ সালে অনুষ্ঠিত ৩৭তম দাবা অলিম্পিয়াডে বিশ্বের ১৩৩ দেশের দাবাড়ু অংশ নিয়েছিলেন।
১৯৯৯ সালের জুন মাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি ফিদে কর্তৃক নিয়ন্ত্রিত দাবা খেলাকে স্বীকৃতি দেয়।[৬] পাশাপাশি ফিদে সংস্থাটিও দাবা খেলায় আন্তর্জাতিক খেলাধূলার সংস্থা হিসেবে সর্বত্র স্বীকৃতি অর্জন করে।[৬][৭][৮][৯] স্বীকৃতির দুই বছর পর ফিদে আইওসি'র মাদক-মুক্ত নিয়ম-কানুন দাবা খেলায়ও প্রবর্তন করে।[৭][৮][৯] এরফলেই এ আন্দোলনে সম্পৃক্তির ফলাফলস্বরূপ দাবা খেলাও অলিম্পিক খেলায় অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে পরিগণিত হয়।[১০]
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হিসেবে ফিদে আইওসি'র নিয়ম-কানুন বিশেষ করে খেলোয়াড়দের ডোপিং টেস্ট পরীক্ষার প্রবর্তন করেছে।[১১][১২][১৩][১৪] অলিম্পিক ক্রীড়ায় দাবা খেলার অন্তর্ভুক্তির বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে, ফিদে কর্তৃক নিয়ন্ত্রিত দলগত চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা হিসেবে দাবা অলিম্পিয়াডের নামকরণ সম্পর্কীয় উৎপত্তি দিকের সাথে অলিম্পিক ক্রীড়ায় দাবার অন্তর্ভুক্তিতে কোন সম্পর্ক নেই।
৪০তম বিশ্ব দাবা অলিম্পিয়াড সকলের জন্যে উন্মুক্ত এ প্রতিযোগিতায় বিশ্বের ১৫৮ দেশের দাবাড়ুরা এতে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারী প্রতিযোগীগণও অংশগ্রহণ করেছেন। ২৭ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর, ২০১২ তারিখ পর্যন্ত বিশ্ব দাবা অলিম্পিয়াড তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়।[১৫] পুরুষ বিভাগে আর্মেনিয়া ও নারী বিভাগে রাশিয়ার দাবাড়ুগণ চ্যাম্পিয়ন হন।
পুরুষ বিভাগে বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার - নিয়াজ মোর্শেদ, আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব, জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তার এবং মহিলা বিভাগে - আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, শামীমা শারমিন শিরিন, নাজরানা খান ইভা ও মাহমুদা চৌধুরী ডলি অংশগ্রহণ করেছেন।[১৬][১৭] পুরুষ বিভাগে ৩৩তম ও নারী বিভাগে ৫২তম স্থান অধিকার করে।[১৮]
সাল | বিবরণ | স্থান | স্বর্ণপদক (পয়েন্ট) | রৌপ্যপদক (পয়েন্ট) | ব্রোঞ্জপদক (পয়েন্ট) |
---|---|---|---|---|---|
১৯২৪ | ১ম অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াড দাবা অলিম্পিয়াড (ব্যক্তিগত) |
প্যারিস, ফ্রান্স | চেকোস্লোভাকিয়া ৩১ | হাঙ্গেরি ৩০ | সুইজারল্যান্ড ২৯ |
১৯২৬ | ২য় অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াড দলীয় প্রতিযোগিতা (ফিদে সম্মেলনের অংশবিশেষ) |
বুদাপেস্ট, হাঙ্গেরি | হাঙ্গেরি ৯ | যুগোস্লাভিয়া ৮ | রোমানিয়া ৫ |
১৯২৭ | ১ম দাবা অলিম্পিয়াড | লন্ডন, যুক্তরাজ্য | হাঙ্গেরি ৪০ | ডেনমার্ক ৩৮১/২ | ইংল্যান্ড ৩৬১/২ |
১৯২৮ | ২য় দাবা অলিম্পিয়াড | হেগ, নেদারল্যান্ড | হাঙ্গেরি ৪৪ | যুক্তরাষ্ট্র ৩৯১/২ | পোল্যান্ড ৩৭ |
১৯৩০ | ৩য় দাবা অলিম্পিয়াড | হ্যামবার্গ, জার্মানি | পোল্যান্ড ৪৮১/২ | হাঙ্গেরি ৪৭ | জার্মানি ৪৪১/২ |
১৯৩১ | ৪র্থ দাবা অলিম্পিয়াড | প্রাগ, চেকস্লোভাকিয়া | যুক্তরাষ্ট্র ৪৮ | পোল্যান্ড ৪৭ | চেকস্লোভাকিয়া ৪৬১/২ |
১৯৩৩ | ৫ম দাবা অলিম্পিয়াড | ফোকস্টোন, যুক্তরাজ্য | যুক্তরাষ্ট্র ৩৯ | চেকস্লোভাকিয়া ৩৭১/২ | সুইডেন ৩৪ |
১৯৩৫ | ৬ষ্ঠ দাবা অলিম্পিয়াড | ওয়ারশ, পোল্যান্ড | যুক্তরাষ্ট্র ৫৪ | সুইডেন ৫২১/২ | পোল্যান্ড ৫২ |
১৯৩৬ | ৩য় অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াড ফিদে-বহির্ভূত অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াড |
মিউনিখ, জার্মানি | হাঙ্গেরি ১১০১/২ | পোল্যান্ড ১০৮ | জার্মানি ১০৬১/২ |
১৯৩৭ | ৭ম দাবা অলিম্পিয়াড | স্টকহোম, সুইডেন | যুক্তরাষ্ট্র ৫৪১/২ | হাঙ্গেরি ৪৮১/২ | পোল্যান্ড ৪৭ |
১৯৩৯ | ৮ম দাবা অলিম্পিয়াড | বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা | জার্মানি ৩৬ | পোল্যান্ড ৩৫১/২ | এস্তোনিয়া ৩৩১/২ |
১৯৫০ | ৯ম দাবা অলিম্পিয়াড | ডুব্রোভনিক, যুগোস্লাভিয়া | যুগোস্লাভিয়া ৪৫১/২ | আর্জেন্টিনা ৪৩১/২ | পশ্চিম জার্মানি ৪০১/২ |
১৯৫২ | ১০ম দাবা অলিম্পিয়াড | হেলসিঙ্কি, ফিনল্যান্ড | সোভিয়েত ইউনিয়ন ২১ | আর্জেন্টিনা ১৯১/২ | যুগোস্লাভিয়া ১৯ |
১৯৫৪ | ১১শ দাবা অলিম্পিয়াড | আমস্টারডাম, নেদারল্যান্ড | সোভিয়েত ইউনিয়ন ৩৪ | আর্জেন্টিনা ২৭ | যুগোস্লাভিয়া ২৬১/২ |
১৯৫৬ | ১২শ দাবা অলিম্পিয়াড | মস্কো, সোভিয়েত ইউনিয়ন | সোভিয়েত ইউনিয়ন ৩১ | যুগোস্লাভিয়া ২৬১/২ | হাঙ্গেরি ২৬১/২ |
১৯৫৮ | ১৩শ দাবা অলিম্পিয়াড | মিউনিখ, পশ্চিম জার্মানি | সোভিয়েত ইউনিয়ন ৩৪১/২ | যুগোস্লাভিয়া ২৯ | আর্জেন্টিনা ২৫১/২ |
১৯৬০ | ১৪শ দাবা অলিম্পিয়াড | লিপজিগ, পূর্ব জার্মানি | সোভিয়েত ইউনিয়ন ৩৪ | যুক্তরাষ্ট্র ২৯ | যুগোস্লাভিয়া ২৭ |
১৯৬২ | ১৫শ দাবা অলিম্পিয়াড | ভার্না, বুলগেরিয়া | সোভিয়েত ইউনিয়ন ৩৪১/২ | যুগোস্লাভিয়া ২৮ | আর্জেন্টিনা ২৬ |
১৯৬৪ | ১৬শ দাবা অলিম্পিয়াড | তেল আভিভ, ইসরায়েল | সোভিয়েত ইউনিয়ন ৩৬১/২ | যুগোস্লাভিয়া ৩২ | পশ্চিম জার্মানি ৩০১/২ |
১৯৬৬ | ১৭শ দাবা অলিম্পিয়াড | লা হাবানা, কিউবা | সোভিয়েত ইউনিয়ন ৩৯১/২ | যুক্তরাষ্ট্র ৩৪১/২ | হাঙ্গেরি ৩৩১/২ |
১৯৬৮ | ১৮শ দাবা অলিম্পিয়াড | লুগেনো, সুইজারল্যান্ড | সোভিয়েত ইউনিয়ন ৩৯১/২ | যুগোস্লাভিয়া ৩১ | বুলগেরিয়া ৩০ |
১৯৭০ | ১৯শ দাবা অলিম্পিয়াড | সাইজেন, পশ্চিম জার্মানি | সোভিয়েত ইউনিয়ন ২৭১/২ | হাঙ্গেরি ২৬১/২ | যুগোস্লাভিয়া ২৬ |
১৯৭২ | ২০শ দাবা অলিম্পিয়াড | স্কোপজে, যুগোস্লাভিয়া | সোভিয়েত ইউনিয়ন ৪২ | হাঙ্গেরি ৪০১/২ | যুগোস্লাভিয়া ৩৮ |
১৯৭৪ | ২১শ দাবা অলিম্পিয়াড | নাইস, ফ্রান্স | সোভিয়েত ইউনিয়ন ৪৬ | যুগোস্লাভিয়া ৩৭১/২ | যুক্তরাষ্ট্র ৩৬১/২ |
১৯৭৬ | ২২শ দাবা অলিম্পিয়াড* | হাইফা, ইসরায়েল | যুক্তরাষ্ট্র ৩৭ | নেদারল্যান্ড ৩৬১/২ | ইংল্যান্ড ৩৫১/২ |
১৯৭৮ | ২৩শ দাবা অলিম্পিয়াড | বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা | হাঙ্গেরি ৩৭ | সোভিয়েত ইউনিয়ন ৩৬ | যুক্তরাষ্ট্র ৩৫ |
১৯৮০ | ২৪শ দাবা অলিম্পিয়াড | ভ্যালেটা, মাল্টা | সোভিয়েত ইউনিয়ন ৩৯ | হাঙ্গেরি ৩৯ | যুক্তরাষ্ট্র ৩৫ |
১৯৮২ | ২৫শ দাবা অলিম্পিয়াড | লুসার্নে, সুইজারল্যান্ড | সোভিয়েত ইউনিয়ন ৪২১/২ | চেকস্লোভাকিয়া ৩৬ | যুক্তরাষ্ট্র ৩৫ |
১৯৮৪ | ২৬তম দাবা অলিম্পিয়াড | থেসালোনিকি, গ্রীস | সোভিয়েত ইউনিয়ন ৪১ | ইংল্যান্ড ৩৭ | যুক্তরাষ্ট্র ৩৫ |
১৯৮৬ | ২৭তম দাবা অলিম্পিয়াড | দুবাই, সংযুক্ত আরব আমিরাত | সোভিয়েত ইউনিয়ন ৪০ | ইংল্যান্ড ৩৯ | যুক্তরাষ্ট্র ৩৪ |
১৯৮৮ | ২৮তম দাবা অলিম্পিয়াড | থেসালোনিকি, গ্রীস | সোভিয়েত ইউনিয়ন ৪০১/২ | ইংল্যান্ড ৩৪১/২ | নেদারল্যান্ড ৩৪১/২ |
১৯৯০ | ২৯তম দাবা অলিম্পিয়াড | নোভি স্যাড, যুগোস্লাভিয়া | সোভিয়েত ইউনিয়ন ৩৯ | যুক্তরাষ্ট্র ৩৫১/২ | ইংল্যান্ড ৩৫১/২ |
১৯৯২ | ৩০তম দাবা অলিম্পিয়াড | ম্যানিলা, ফিলিপাইন | রাশিয়া ৩৯ | উজবেকিস্তান ৩৫ | আর্মেনিয়া ৩৪১/২ |
১৯৯৪ | ৩১তম দাবা অলিম্পিয়াড | মস্কো, রাশিয়া | রাশিয়া ৩৭১/২ | বসনিয়া ও হার্জেগোভিনা ৩৫ | রাশিয়া (২) ৩৪১/২ |
১৯৯৬ | ৩২তম দাবা অলিম্পিয়াড | ইয়েরেভান, আর্মেনিয়া | রাশিয়া ৩৮১/২ | ইউক্রেন ৩৫ | যুক্তরাষ্ট্র ৩৪ |
১৯৯৮ | ৩৩তম দাবা অলিম্পিয়াড | এলিস্তা, রাশিয়া | রাশিয়া ৩৫১/২ | যুক্তরাষ্ট্র ৩৪১/২ | ইউক্রেন ৩২১/২ |
২০০০ | ৩৪তম দাবা অলিম্পিয়াড | ইস্তানবুল, তুরস্ক | রাশিয়া ৩৮ | জার্মানি ৩৭ | ইউক্রেন ৩৫১/২ |
২০০২ | ৩৫তম দাবা অলিম্পিয়াড | ব্লেড, স্লোভেনিয়া | রাশিয়া ৩৮১/২ | হাঙ্গেরি ৩৭১/২ | আর্মেনিয়া ৩৫ |
২০০৪ | ৩৬তম দাবা অলিম্পিয়াড | ক্যালভিয়া, স্পেন | ইউক্রেন ৩৯১/২ | রাশিয়া ৩৬১/২ | আর্মেনিয়া ৩৬১/২ |
২০০৬ | ৩৭তম দাবা অলিম্পিয়াড | তুরিন, ইতালি | আর্মেনিয়া ৩৬ | চীন ৩৪ | যুক্তরাষ্ট্র ৩৩ |
২০০৮ | ৩৮তম দাবা অলিম্পিয়াড | ড্রেসডেন, জার্মানি | আর্মেনিয়া ১৯ | ইসরায়েল ১৮ | যুক্তরাষ্ট্র ১৭ |
২০১০ | ৩৯তম দাবা অলিম্পিয়াড | খান্তি-মানসিয়েস্ক, রাশিয়া | ইউক্রেন ১৯ | রাশিয়া ১৮ | ইসরায়েল ১৭ |
২০১২ | ৪০তম দাবা অলিম্পিয়াড | ইস্তানবুল, তুরস্ক | আর্মেনিয়া ১৯ | রাশিয়া ১৯ | ইউক্রেন ১৮ |
২০১৪ | ৪১তম দাবা অলিম্পিয়াড | ত্রোমসো, নরওয়ে | চীন ১৯ | হাঙ্গেরি ১৭ | ভারত ১৭ |
২০১৬ | ৪২তম দাবা অলিম্পিয়াড | বাকু, আজারবাইজান | |||
২০১৮ | ৪৩তম দাবা অলিম্পিয়াড | বাতুমি, জর্জিয়া | |||
২০২০ | ৪৪তম দাবা অলিম্পিয়াড | খান্তি-মান্সিয়েক, রাশিয়া[১৯] |
* ১৯৭৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য কমিউনিস্টশাসিত দেশসমূহ রাজনৈতিক কারণে ২২তম দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ করেনি।
ছকে পুরুষদের দলীয় অবস্থান তুলে ধরা হয়েছে। তন্মধ্যে অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াডও অন্তর্ভুক্ত।
অবস্থান | দেশের নাম | ১ম স্থান | ২য় স্থান | ৩য় স্থান | সর্বমোট |
---|---|---|---|---|---|
১ | সোভিয়েত ইউনিয়ন | ১৮ | ১ | ০ | ১৯ |
২ | রাশিয়া | ৬ | ৩ | ১ | ১০ |
৩ | হাঙ্গেরি | ৫ | ৭ | ২ | ১৪ |
৪ | যুক্তরাষ্ট্র | ৫ | ৫ | ৯ | ১৯ |
৫ | আর্মেনিয়া | ৩ | ০ | ৩ | ৬ |
৬ | ইউক্রেন | ২ | ১ | ৩ | ৬ |
৭ | যুগোস্লাভিয়া | ১ | ৭ | ৫ | ১৩ |
৭ | পোল্যান্ড | ১ | ৩ | ৩ | ৭ |
৭ | চেকোস্লোভাকিয়া | ১ | ২ | ১ | 4 |
৭ | জার্মানি* | ১ | ১ | ৪ | ৬ |
১১ | ইংল্যান্ড | ০ | ৩ | ৩ | ৬ |
১১ | আর্জেন্টিনা | ০ | ৩ | ২ | ৫ |
১৩ | নেদারল্যান্ড | ০ | ১ | ১ | ২ |
১৩ | সুইডেন | ০ | ১ | ১ | ২ |
১৩ | ইসরায়েল | ০ | ১ | ১ | ২ |
১৬ | বসনিয়া ও হার্জেগোভিনা | ০ | ১ | ০ | ১ |
১৬ | চীন | ০ | ১ | ০ | ১ |
১৬ | ডেনমার্ক | ০ | ১ | ০ | ১ |
১৬ | উজবেকিস্তান | ০ | ১ | ০ | ১ |
২০ | বুলগেরিয়া | ০ | ০ | ১ | ১ |
২০ | ইস্তোনিয়া | ০ | ০ | ১ | ১ |
২০ | রোমানিয়া | ০ | ০ | ১ | ১ |
২০ | সুইজারল্যান্ড | ০ | ০ | ১ | ১ |
সামগ্রীকভাবে সেরা ব্যক্তিগত ফলাফলের তালিকা নিম্নরূপঃ-
নং | খেলোয়াড়ের নাম | দেশ | অলিম্পিয়াড | খেলার সংখ্যা | জয় | ড্র | পরাজয় | % | পদক (স্বর্ণ-রৌপ্য-ব্রোঞ্জ) |
---|---|---|---|---|---|---|---|---|---|
১। | তিগ্রেন পেত্রোসিয়ান | সোভিয়েত ইউনিয়ন | ৭৮ | ৫০ | ৮১.৪ | ৬ - ০ - ০ | |||
২। | মিখাইল তাল | সোভিয়েত ইউনিয়ন | ৬৫ | ৩৪ | ৮১.২ | ৫ - ২ - ০ | |||
৩। | আনাতোলি কারপভ | সোভিয়েত ইউনিয়ন | ৪৩ | ২৩ | ৮০.১ | ৩ - ২ - ০ | |||
৪। | আইজাক কাশদান | মার্কিন যুক্তরাষ্ট্র | ৫২ | ২২ | ৭৯.৭ | ২ - ১ - ২ | |||
৫। | ভ্যাসিলি স্মাইলোভ | সোভিয়েত ইউনিয়ন | ৬৯ | ৪২ | ৭৯.৬ | ৪ - ২ - ২ | |||
৬। | ডেভিড ব্রোনস্টেইন | সোভিয়েত ইউনিয়ন | ৩০ | ১৮ | ৭৯.৬ | ৩ - ১ - ০ | |||
৭। | গ্যারি কাসপারভ | সোভিয়েত ইউনিয়ন (১) | ৫০ | ২৯ | ৭৮.৭ | ৭ - ২ - ২ | |||
৮। | আলেকজান্ডার আলেখিন | ফ্রান্স | ৪৩ | ২৭ | ৭৮.৫ | ২ - ২ - ০ | |||
৯। | মিলান মাতুলোভিচ | যুগোস্লাভিয়া | ৪৬ | ২৮ | ৭৬.৯ | ১ - ২ - ০ | |||
১০। | পল কেরেস | সোভিয়েত ইউনিয়ন (২) | ৮৫ | ৪৪ | ৭৫.৯ | ৫ - ১ - ১ | |||
১১। | এফিম জেলার | সোভিয়েত ইউনিয়ন | ৪৬ | ২৩ | ৭৫.৬ | ৩ - ৩ - ০ | |||
১২। | জেমস টার্জান | মার্কিন যুক্তরাষ্ট্র | ৩২ | ১৩ | ৭৫.৫ | ২ - ১ - ০ | |||
১৩। | ববি ফিশার | মার্কিন যুক্তরাষ্ট্র | ৪০ | ১৮ | ৭৫.৪ | ০ - ২ - ১ | |||
১৪। | মিখাইল বটভিন্নিক | সোভিয়েত ইউনিয়ন | ৩৯ | ৩১ | ৭৪.৭ | ২ - ১ - ২ | |||
১৫। | স্যালো ফ্লোর | চেকোস্লোভাকিয়া | ৪৬ | ২৮ | ৭৩.২ | ২ - ১ - ১ |
|month=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)